এবং পার্থিব জীবন তো নয়, কিন্তু খেলাধূলা মাত্র; এবং নিঃসন্দেহে পরকালের ঘর শ্রেয় তাদেরই জন্য, যারা ভয় করে। সুতরাং তোমাদের কি বিবেক নেই?
– আল–কোরানের বঙ্গানুবাদ (৬:৩২) সূরা আন্ ‘আম।
দরিদ্র ব্যক্তি তাহার পরিশ্রমলব্ধ আয় হইতে তাহার আত্মীয়–স্বজনকে যাহা দান করে তাহাই সর্বাপেক্ষা উত্তম দান।
– আল–হাদিস (বোখারী, নাছায়ী, আবু দাউদ)।
দুষ্ঠু লোকেরা নিজেরাই নিজেদের নরক তৈরি করে।
– মিল্টন।