বাংলাদেশ ক্যামিকেল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের (বিসিআইসি) চেয়ারম্যান মো. এহছানে এলাহী বলেছেন, ৭৫ বছরের পুরনো কাগজ উৎপাদনকারী প্রতিষ্ঠান কর্ণফুলী পেপার মিল (কেপিএম)। বয়সের ভারে ন্যুব্জ, কল-কব্জাগুলো সক্ষমতা হারিয়েছে অনেক আগেই, তারপরেও কেপিএম এখনো উন্নতমানের কাগজ উৎপন্ন করে যাচ্ছে, যা বিস্ময়কর। কেপিএমের সর্বস্তরের শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তারা নিরলস পরিশ্রমের মাধ্যমে কারখানার উৎপাদন অব্যাহত রেখেছেন। এজন্য তারা সবাই ধন্যবাদ পাওয়ার যোগ্য। গতকাল বৃহস্পতিবার কেপিএম কারখানা পরিদর্শন শেষে এক মতবিনিময় সভায় তারা এই মন্তব্য করেন।
এর আগে এহছানে এলাহী কেপিএমে এসে পৌঁছলে তাঁকে স্বাগত জানান কারখানার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী বিদ্যুৎ কুমার বিশ্বাস। এ সময় কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান, ওসি মো. নাসির উদ্দিন, কেপিএম অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি মো. গোলাম সরওয়ার, সাধারণ সম্পাদক মো. সেলিমুল হক, সিবিএ সভাপতি আবদুর রাজ্জাক, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চুসহ কারখানার বিভিন্ন বিভাগীয় প্রধানরা উপস্থিত ছিলেন।
পরে কেপিএমে উৎপাদিত ৫০ কোটি টাকা মূল্যের ৫ হাজার মে. টন সাদা কাগজ অবিক্রিত পড়ে আছে জেনে তিনি উদ্বেগ প্রকাশ করেন। তবে কাগজগুলো যাতে বিক্রির ব্যবস্থা করা যায় সেজন্য তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দায়িত্বশীলদের সাথে আলোচনা করবেন বলে আশ্বাস দেন।