৭৫ গাড়ি থেকে ১২০ হাইড্রোলিক হর্ন জব্দ, পরিবেশের অভিযান

পাঁচ চালককে জরিমানা

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ৭ অক্টোবর, ২০২২ at ৮:০১ পূর্বাহ্ণ

উচ্চ শব্দ ও হাইড্রোলিক হর্ন ব্যবহারের দায়ে ৫ গাড়ি চালককে সাড়ে ৯ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদফতর। এছাড়া ৭৫টি গাড়ি থেকে ১২০টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর বহদ্দারহাট মোড়, দামপাড়া, আন্দরকিল্লা, জামালখান, মেডিক্যাল গেট, প্রবর্তক মোড়, চান্দগাঁও বাস টার্মিনাল এলাকায় এ অভিযান চালানো হয়। এছাড়া নগরীর বহদ্দারহাট এলাকার হক মার্কেটে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত পলিথিন পাওয়ায় দুই দোকানিকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।
পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম গবেষণাগার এবং অঞ্চল কার্যালয়ের পরিচালক মুফিদুল আলম এ অভিযান পরিচালনা করেন। এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম কার্যালয়ের উপ-পরিচালক মো. কামরুল হাসান, সিনিয়র কেমিস্ট হোযায়ফাহ্‌ সরকার, জুনিয়র কেমিস্ট শফিকুল ইসলাম প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধসমাজে নৈতিক মানুষ গড়তে মহানবীর (স.) আদর্শ অনুসরণের বিকল্প নেই
পরবর্তী নিবন্ধ৭৮৬