টেস্ট ক্রিকেটে স্পিনারদের মধ্যে দ্রুততম ৫০ উইকেট নেওয়ার রেকর্ড গড়েছেন প্রবাথ জয়াসুরিয়া। আইরিশ ব্যাটার পল স্টার্লিংকে আউট করে দীর্ঘদিনের পুরনো রেকর্ড ভাঙার কৃতিত্ব দেখালেন তিনি । ৪৩ উইকেট নিয়ে গল আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্ট খেলতে নামেন জয়াসুরিয়া। প্রথম ইনিংসে আরও ৫টি নিয়ে পৌঁছে যান পঞ্চাশের দুয়ারে। দ্বিতীয়ভাগে পিটার মুর ও স্টার্লিংকে আউট করে ৭ টেস্টেই ৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করলেন শ্রীলঙ্কার বাঁহাতি স্পিনার। সব মিলিয়ে টেস্ট ক্রিকেটে উইকেটের ফিফটি পূরণে যৌথভাবে দ্বিতীয় দ্রুততম এবং স্পিনারদের মধ্যে দ্রুততম জয়াসুরিয়া। ১৮৮৮ সালে ৬ টেস্টে ৫০ উইকেট নেন চার্লি টার্নার। প্রায় ১৩৫ বছর ধরে অক্ষত রয়েছে অস্ট্রেলিয়ার সাবেক ডানহাতি পেসারের এই রেকর্ড।
জয়াসুরিয়াসহ টার্নারের রেকর্ডের খুব কাছে যেতে পেরেছেন ৩ জন বোলার। ১৮৯৩ সালে ইংল্যান্ডের থমাস রিচার্ডসন ৫০ উইকেট নেন ৭ টেস্টে। এরপর দীর্ঘ অপেক্ষা। ২০১২ সালে ৭ টেস্টে উইকেটের পঞ্চাশ পূরণ করেন দক্ষিণ আফ্রিকান পেসার ভার্নন ফিল্যান্ডার।












