চট্টগ্রামে ৭১ কেজি গাঁজা ও এক বোতল ফেনসিডিলসহ পাঁচ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব–০৭)। গ্রেপ্তারকৃতরা হলেন– কক্সবাজারের মনির উদ্দিন (২৪), মো. ভুট্ট (১৯), নগরীর বায়েজিদ এলাকার মোঃ সুমন (২৭), মোঃ মহিন প্রকাশ কালু (৩০), এবং সীতাকুণ্ড জঙ্গল সলিমপুর এলাকার মোঃ শরিফুল ইসলাম সুমন (৩০)। শুক্রবার (১৩ ডিসেম্বর) চট্টগ্রাম জেলার ফেনী ফতেহপুর ও নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন জালালাবাদ এলাকায় পৃথক দুইটি অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
গতকাল শনিবার (১৪ ডিসেম্বর) র্যাব –৭ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানায়।
র্যাব জানায়, চট্টগ্রাম জেলার ফেনী ফতেহপুর এলাকায় অভিযান চালিয়ে ৪৪ কেজি গাাঁজা এক বোতল ফেন্সিডিলসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়। অপরদিকে নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন জালালাবাদ এলাকায় অভিযান চালিয়ে ২৭ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত মাদকের মূল্য সাড়ে ৬ লাখ টাকা বলে জানিয়েছে র্যাব।
গ্রেপ্তারকৃতরা পেশাদার মাদক কারবারি। তারা বেশ কিছুদিন ধরে দেশের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। উদ্ধারকৃত মাদক ও গ্রেপ্তারকৃত বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।