৭০ হাজার টাকার বিনিময়ে ছাড়া পেল কক্সবাজারের ঈদগড়ের দুই যুবক

ঈদগাঁও প্রতিনিধি | মঙ্গলবার , ২৩ সেপ্টেম্বর, ২০২৫ at ১২:৫০ অপরাহ্ণ

কক্সবাজারের ঈদগাঁও–ঈদগড় সড়ক থেকে অপহৃত দুই মোটরসাইকেল আরোহী মুক্তিপণের ৭০ হাজার টাকার বিনিময়ে ছাড়া পেয়েছেন। সোমবার (২২ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১১টার দিকে যে স্থান থেকে তাদের অপহরণ করা হয়েছিল, ঠিক সেই স্থানেই তাদের ছেড়ে দেয় অপহরণকারীরা।

ভুক্তভোগীদের পরিবার জানায়, অপহৃতদের মধ্যে হেলাল উদ্দিনের পরিবার ৫০ হাজার এবং মোক্তার আহমদের পরিবার ২০ হাজার টাকা মুক্তিপণ দেয়। টাকা হাতিয়ে নেওয়ার পর অপহরণকারীরা তাদের মুক্তি দিলেও সঙ্গে থাকা নগদ অর্থ ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়।

অপহরণের শিকার মোক্তার আহমদ ও হেলাল উদ্দিন সাংবাদিকদের জানান, অস্ত্রের মুখে জিম্মি করে প্রথমে তাদের গভীর পাহাড়ি এলাকায় অবস্থিত ডাকাত দলের আস্তানায় নিয়ে যাওয়া হয়। প্রায় ৪–৫ ঘণ্টা হেঁটে সেখানে পৌঁছানোর পর ডাকাতরা পরিবারের সঙ্গে যোগাযোগ করিয়ে মুক্তিপণের টাকা আদায় করে।

তাদের ভাষ্য অনুযায়ী, ডাকাত দলের হাতে ছিল দুইটি দেশীয় বন্দুক এবং পাঁচটি ধারালো দেশীয় অস্ত্র।

পূর্ববর্তী নিবন্ধডাকাতি হওয়া গাড়ির কাটা অংশসহ চট্টগ্রামে চক্রের দুই সদস্য আটক
পরবর্তী নিবন্ধএকে-৪৭ ভঙ্গিতে উদযাপন ফারহানের, বললেন আমি কোনো পরোয়া করি না