৭০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ, প্রতিবেশী নাতি গ্রেপ্তার

সাতকানিয়া প্রতিনিধি | সোমবার , ২৭ অক্টোবর, ২০২৫ at ১০:১৬ পূর্বাহ্ণ

সাতকানিয়ায় ৭০ বছরের এক বৃদ্ধাকে ধর্ষণ করেছে এক যুবক। শওকত আলী (২৫) নামে ওই ধর্ষককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গত শনিবার সকালে উপজেলার কাঞ্চনা ইউনিয়নের উত্তর কাঞ্চনায় এ ঘটনা ঘটে। পরে ওইদিন রাতে ধর্ষিতা বৃদ্ধা বাদী হয়ে সাতকানিয়া থানায় একটি মামলা দায়ের করেন। ধর্ষক শওকত একই এলাকার মো. আক্কল আলীর পুত্র। বৃদ্ধা ও প্রতিবেশী শওকত আলী সম্পর্কে দাদীনাতি। মামলার এজাহার মতে, শওকত প্রতিদিন বৃদ্ধার ঘরে যাওয়া আসা করতো। ঘটনার দিন ১১ টার দিকে বৃদ্ধা নিজের ঘরে ভাত খাচ্ছিলেন। তখন শওকত ঘরে ঢুকে জোরপূর্বক বৃদ্ধাকে ধর্ষণ করে। এসময় বৃদ্ধার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে শওকতকে আটক করে। পরে পুলিশ এসে তাকে গ্রেপ্তার করে। পুলিশ বৃদ্ধাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে ডাক্তারি পরীক্ষার জন্য চমেক হাসপাতালে পাঠায়।

সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ আবু মাহমুদ কাউছার হোসেন জানান, এ বিষয়ে থানায় মামলা হয়েছে। বৃদ্ধাকে ডাক্তারি পরীক্ষার জন্য চমকে হাসপাতালে পাঠানো হয়েছে। গ্রেপ্তার ধর্ষক শওকতকে আদালত কারাগারে পাঠিয়েছে।

পূর্ববর্তী নিবন্ধকৌতুক কণিকা
পরবর্তী নিবন্ধটেকনাফ থেকে পায়ে হেঁটে তেতুলিয়া যাত্রা