মীরসরাই উপজেলার প্রাক্তন চেয়ারম্যান উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক, স্বৈরাচার বিরোধী ছাত্রগণ আন্দোলনের অন্যতম নেতা গিয়াস উদ্দিনের উপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন ৭০ ও ৮০ দশকের ছাত্র নেতৃবৃন্দ। এক যুক্ত বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, চট্টগ্রামের রাজপথে গণতন্ত্রের জন্য আন্দোলন, স্বৈরাচার ও সাম্প্রদায়িক বিরোধী সংগ্রামের নেতা গিয়াস উদ্দিন। তিনি অতি সম্প্রতি তার নিজের এলাকা নিজামপুরে দুর্বৃত্তদের হাতে আক্রান্ত হয়েছেন। ছাত্রলীগের একজন নেতাকে দেখতে গেলে দুর্বৃত্তরা তাঁর উপর হামলা করে তাকে মারাত্মকভাবে আহত করে। এসময় তাঁর গাড়ি ভাঙচুর করা হয়। এরপর দিন মীরসরাই উপজেলা সদরে তাঁর কার্যালয়ও ভাঙচুর করা হয়।নেতৃবৃন্দ বলেন- রাজনৈতিক কারণে দলাদলি বিরোধ থাকতে পারে। কিন্তু জেলার একজন শীর্ষ নেতার গায়ে হাত তোলা সুষ্ঠু রাজনীতির জন্য একটি অশনি সংকেত। নেতৃবৃন্দ বলেন- এ হামলায় যারা জড়িত এবং যাদের নামে মামলা হয়েছে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না করলে ভবিষ্যতে এই ধারাবাহিকতা থেকে কেউ রক্ষা পাবে না। নেতৃবৃন্দ বলেন- রাজনীতিকে দুর্বৃত্তায়ন থেকে বের করতে হলে যারা সন্ত্রাসীদের ব্যবহার করেন তাদের এই নিন্দনীয় কাজ থেকে বিরত থাকার আহ্বান জানান। বিবৃতিতে স্বাক্ষর করেন ৭০ ও ৮০ দশকের ছাত্র নেতৃবৃন্দের মধ্যে শফর আলী, শেখ মোহাম্মদ ইছহাক, আবদুল কদর, এম এ মন্নান, আ ক ম শামসুজ্জামান, অশোক সাহা, নুরুল হুদা, সিরাজ উদ দৌলা চৌধুরী, অধ্যাপক আবু তাহের চৌধুরী, হাসান মাহমুদ শমসের, জামশেদুল আলম চৌধুরী, জাফর আহমদ, হারুনুর রহিম, মঞ্জুরুল আলম চৌধুরী, ইউনুছ গণি চৌধুরী, মশিউর রহমান চৌধুরী, এড. আবু হানিফ, জালাল উদ্দিন ইকবাল, হোসাইন মো: আবু তৈয়ব, নাজিম উদ্দিন, আবদুল হাকিম, রাজিবুল হাসান সুমন, আবদুর রহিম, শৈবাল
বড়ুয়া, সৈয়দ মঞ্জুুরুল আলম, আ ক ম গিয়াস উদ্দিন ও শাহজাহান চৌধুরী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি











