পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত বিএসআরএম স্টিল উৎপাদন বাড়াতে নতুন কারখানা স্থাপনে ৭০০ কোটি টাকা বিনিয়োগ করবে। এর ফলে কোম্পানিটি বছরে বাড়তি ৫ লাখ টন স্টিল উৎপাদন করবে বলে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) জানানো হয়েছে। খবর বিডিনিউজের।
বিএসআরএম স্টিল এখন বছরে ৭ লাখ মেট্রিক টন স্টিল উৎপাদন করতে পারে। ২০২৩ সালের মাঝামাঝি নতুন কারখানা চালু হবে। কোম্পানিটি ২০১৮-১৯ অর্থবছরে ৬ হাজার ১০৬ কোটি টাকার স্টিল বিক্রি করেছে, নিট মুনাফা করেছে ১৭৩ কোটি টাকা।
বিএসআরএম স্টিল লিমিটেডের শেয়ার রোববার ঢাকার পুঁজিবাজারে ৩৯ টাকা ২০ পয়সায় লেনদেন হচ্ছিল। আগের দিন শেয়ারটি ৩৯ টাকা ৪০ পয়সায় লেনদেন হয়। বিএসআরএম স্টিল বাংলাদেশের পুঁজিবাজারে ২০০৯ সালে তালিকাভুক্ত হয়, লেনদেনে আছে এ ক্যাটাগরিতে।
কোম্পানিটি ২০১৯-২০ অর্থবছরে প্রতি শেয়ারে মুনাফা করেছে ১ টাকা ৯৭ পয়সা। এর শেয়ার প্রতি সম্পদের পরিমাণ ৫৬ টাকা ৮৪ পয়সা।
২০১৮-১৯ অর্থবছরে বিএসআরএম স্টিল মুনাফা করেছিল ১৭২ কোটি ৮১ লাখ টাকা। লভ্যাংশ দিয়েছে শেয়ার প্রতি ২ টাকা ৫০ পয়সা।
২০১৭-১৮ অর্থবছরে বিএসআরএম স্টিল মুনাফা করেছিল ১৮০ কোটি ৮ লাখ টাকা। লভ্যাংশ দিয়েছে প্রতি শেয়ারে ১ টাকা এবং ১০০ শেয়ারে নতুন ১০টি করে শেয়ার।
পুঁজিবাজারে এ কোম্পানির ৩৭ কোটি ৫৯ লাখ ৫২ হাজার ৫০০টি শেয়ার আছে। এর মধ্যে ৭০ দশমিক ৫৩ শতাংশ আছে পরিচালকদের হাতে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে আছে ১৭ দশমিক ৮১ শতাংশ শেয়ার, বিদেশিদের হাতে দশমিক ৩৭ শতাংশ শেয়ার এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে ১১ দশমিক শূন্য ২৯ শতাংশ শেয়ার।
বিএসআরএম স্টিলের বর্তমান বাজার মূলধন ১ হাজার ৪৮১ কোটি ২৫ লাখ টাকা। কোম্পানির পরিশোধিত মূলধন ৩৭৫ কোটি ৯৫ লাখ টাকা, রিজার্ভের পরিমাণ ৬৬৯ কোটি ৭৪ লাখ টাকা।