৭ম সিসিএল জাতীয় টিম স্নুকার চ্যাম্পিয়নশিপ শুরু

ক্রীড়া প্রতিবেদক | বৃহস্পতিবার , ১৪ আগস্ট, ২০২৫ at ১১:৫৪ পূর্বাহ্ণ

চিটাগাং ক্লাব লিমিটেড এবং বাংলাদেশ বিলিয়ার্ড এন্ড স্নুকার ফেডারেশনের যৌথ উদ্যেগে আয়োজিত ব্রিজস্টোন ৭ম সিসিএল জাতীয় টিম স্নুকার চ্যাম্পিয়নশিপ গতকাল চিটাগাং ক্লাবে শুরু হয়েছে। উক্ত চ্যাম্পিয়নশিপের উদ্বোধন টুর্নামেন্টের করেন টাইটেল স্পন্সর ইস্টার্ন মোটসরস লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক রফিকুর রহমান। চিটাগাং ক্লাব লিঃ এর ভাইস চেয়ারম্যান সৈয়দুল আনোয়ার ফরহাদ অনুষ্ঠানের চীফ হোস্ট ছিলেন। বিশেষ অতিথি ছিলেন বি ওয়াই ডি প্রতিনিধি সাবেক সিসিএল মেম্বার ইনচার্জ মাহবুবুল কবির খান শান্তনু ও সিকো এ্যারেনার এমডি সাইফুল ইসলাম চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানের প্রারম্ভে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান চিটাগাং ক্লাব নির্বাহী কমিটির সদস্য ও স্নুকার বিভাগের মেম্বার ইনচার্জ চৌধুরী এম মাহতাবউদ্দিন (হুমায়ুন)

এছাড়া বিভিন্ন প্রশ্নের উত্তর দেন টুর্নামেন্ট ডিরেক্টর সাবেক সিসিএল ভাইস চেয়ারম্যান মঞ্জুরুল হক মঞ্জু। এতে জানানো হয় এই টুর্নামেন্টে স্বাগতিক চিটাগাং ক্লাব লিঃ (সিসিএল) এর ২টি সহ মোট ২৭ টি ক্লাব এর ৭৮ জন খেলোয়াড় অংশ নিচ্ছে। অংশগ্রহণকারী অন্যান্য ক্লাবগুলো হেেলা ঢাকা ক্লাব লিঃ,, বনানী ক্লাব, ঢাকা বোট ক্লাব, এ্যারেনা বাই কিউ স্পোর্টস একাডেমি, নারায়নগঞ্জ ক্লাব, লি রয়েল স্পোর্টস ক্লাব, বাংলাদেশ কিউ স্পোর্টস একাডেমি, বাংলাদেশ বিলিয়ার্ড সেন্টার, আর এন্ড বি বিলিয়ার্ড সেন্টার, কিউ স্পোর্টস হাব, উত্তরা ক্লাব লিঃ, কুমিল্লা সিটি ক্লাব, বাংলাদেশ ক্লাব লিঃ, গুলশান ক্লাব লিঃ, জিমিস বোলিং বিলিয়ার্ড, ব্র্যাকার্স পুল এন্ড স্নুকার, কুমিল্লা ক্লাব লিঃ, চিটাগং সিনিয়র্স ক্লাব, কিউ এন্ড ইউ বিলিয়ার্ড, স্পোর্টস এক্স বিলিয়ার্ডস, র‌্যাবেন বিলিয়ার্ডস এন্ড গ্যামিং, সিলনেট আইটি বিলিয়ার্ড জোন, ক্যাথলিক ক্লাব চিটাগং ও ক্যালিফোনিয়া পুল এন্ড স্নুকার। এবারের টুর্নামেন্টে মোট প্রাইজমানী থাকছে ১লক্ষ ৯০ হাজার। এর মধ্যে চ্যাম্পিয়ন পাবে এক লক্ষ টাকা। রানার্স আপ পাবে ৫০ হাজার টাকা। ৩য় ও ৪তুর্থ স্থান অধিকারী পাবে ১৫ হাজার করে।

এছাড়া সর্বোচ্চ ব্রেকার পাবে ১০ হাজার টাকা। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে চিটাগাং ক্লাব এবং ক্লাব নির্বাহী কমিটির সদস্য যথাক্রমে জাবেদ হাশেম নান্নু, শেখ হাছান জামান, মোহাম্মদ কামরুল ইসলাম ও মোহাম্মদ মহিউদ্দিন ছাড়াও বাংলাদেশ বিলিয়ার্ড এন্ড স্নুকার ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট তাসবিজ সালেহীন সহ বহু ক্রীড়ামোদি ক্লাব সদস্য ও প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। এই টুর্নামেন্টের টাইটেল স্পন্সর হয়েছে ইস্টার্ন মোটরস লিঃ। পাওয়ার্ড বাই প্যারোজ বিল্ডার্স এবং কোস্পন্সর যথাক্রমে বি ওয়াই ডি, সিকো এ্যারেনা, হাইড্রোম্যাক্স এবং বেঙ্গল মিট। টুর্নামেন্টটির প্রিন্ট মিডিয়া পার্টনার দৈনিক আজাদী। আগামী ২২ আগস্ট এই টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

পূর্ববর্তী নিবন্ধনেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ
পরবর্তী নিবন্ধদুই দশক পর বিটিভিতে ফিরছে নতুন কুঁড়ি