৭ম বর্ষপূর্তিতে রক্তদান কর্মসূচি এপিক হেলথ কেয়ারের

| মঙ্গলবার , ১১ অক্টোবর, ২০২২ at ৬:১৮ পূর্বাহ্ণ

সেবার মানসিকতাকে তরান্বিত করতে ৭ম বর্ষপূর্তিতে রক্তদান কর্মসূচির আয়োজন করে এপিক হেলথ কেয়ার। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সহযোগিতায় গতকাল সোমবার এপিক হেলথ কেয়ারের কর্মকর্তা কর্মচারীগণ রক্ত দান করেন। এতে প্রধান অতিথির বক্তব্যে এপিক হেলথ কেয়ারের ডিরেক্টর বিজনেস ডেভলপমেন্ট জসিম উদ্দিন বলেন, আমরা সবাই স্বাস্থ্যকর্মী, প্রতিনিয়ত আমাদের রোগীদের সেবা দিতে হয়, রক্তদানের মত মহৎ কাজে সবাইকে সম্পৃক্ত করে সবার মধ্যে যেন সেবার মানসিকতা বৃদ্ধি হয় সে লক্ষ্যেই এই উদ্যোগ। উক্ত কর্মসূচির কো-অর্ডিনেটর ছিলেন এসিস্ট্যান্ট ম্যানেজার কাস্টমার সার্ভিস হেলাল উদ্দিন। উপস্থিত ছিলেন টুটুল দাস গুপ্ত, সাইফুল ইসলাম, সুজন হোসেন , তৌহিদুল ইসলাম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধলায়ন্স ক্লাব চিটাগাং মেট্রোপলিটনের চক্ষু ও ডায়াবেটিস পরীক্ষা
পরবর্তী নিবন্ধআইন বিভাগের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের পুনর্মিলনী