৭ম দফায় প্রথম দিনে সাক্ষ্য দিলেন ৫ জন

সিনহা হত্যা মামলা

কক্সবাজার প্রতিনিধি | মঙ্গলবার , ১৬ নভেম্বর, ২০২১ at ৫:৫৮ পূর্বাহ্ণ

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় ৭ম দফায় প্রথমদিনে আরো ৫ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। এনিয়ে এ পর্যন্ত ৬৪ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়।
এ ছাড়া মামলার সাবেক তদন্ত কর্মকর্তা সহকারী পুলিশ সুপার জামিলুল হকের সাক্ষ্যগ্রহণ শেষ হলেও আসামি পক্ষের আইনজীবীদের জেরা সম্পন্ন করা যায়নি।
গতকাল সোমবার সকাল সাড়ে ১০টা থেকে সন্ধ্যা পৌনে ৬টা পর্যন্ত এ সাক্ষ্যগ্রহণ চলে। এর আগে সকালে ৬০ নম্বর সাক্ষী এসআই কামাল হোসেনের সাক্ষ্যগ্রহণের মধ্য দিয়ে বিচারিক কার্যক্রম শুরু হয়।
৭ম দফার প্রথমদিনে সাক্ষ্য দিয়েছেন এসআই মো. কামাল হোসেন, কনস্টেবল মোশারফ হোসেন, সার্জেন্ট আয়ুব আলী, পুলিশ পরিদর্শক মানস বড়ুয়া, পুলিশ পরিদর্শক এবিএম শামসুদ্দোহা। এছাড়া সহকারী পুলিশ সুপার জামিলুল হকের সাক্ষ্যগ্রহণ শেষ হলেও জেরা অসমাপ্ত রয়েছে বলে জানান মামলাটির রাষ্ট্রপক্ষের আইনজীবী ও কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পিপি ফরিদুল আলম।
তিনি জানান, সোমবার সিনহা হত্যা মামলার ৭ম দফার প্রথম দিনের সাক্ষগ্রহণ শেষ হয়েছে। ৬ জন সাক্ষীকে আদালতে উপস্থাপন করা হয়। এদের মধ্যে একজন সাক্ষী সার্জেন্ট আয়ুব আলীকে রিকল করা হয়েছে। তিনিসহ ৫ জনের সাক্ষ্য নেয়া হয়।
উল্লেখ্য, গত বছর ৩১ জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের টেকনাফের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান।

পূর্ববর্তী নিবন্ধসেই বিচারককে নিয়ে আপিল বিভাগের আরেক আদেশ
পরবর্তী নিবন্ধচেক প্রতারণা মামলায় ব্যবসায়ী গ্রেপ্তার