ইসলামিক ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের উদ্যোগে ৭ মার্চের ভাষণ দিবসের আলোচনা সভা পাহাড়তলীস্থ হাজী ক্যাম্প মিলনায়তনে পরিচালক বোরহান উদ্দিন মোহাম্মদ আবু আহসানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন, গবেষক লেখক রাজনীতিক ড. মুহম্মদ মাসুম চৌধুরী। বক্তব্য রাখেন জয়নাল আবেদীন, মোহাম্মদ ইউসুফ মিয়া, মাওলানা নুর মোহাম্মদ প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে ড. মুহম্মদ মাসুম চৌধুরী বলেন, এক সময় আমরা দাবি করতাম ৭ই মার্চের ভাষণ আমাদের জাতীয় সম্পদ, ইউনেস্কো বিশ্ব প্রমাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি প্রদানের মাধ্যমে এখন এই ভাষণ পৃথিবীর সম্পদ। এই ভাষণ অন্যায় অবিচারের বিরুদ্ধে এখনো আমাদের অনুপ্রেরণা জোগায়। প্রেস বিজ্ঞপ্তি।