জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপি বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেয়া ৭ই মার্চের ভাষণেই স্বাধীনতা ঘোষণা ছিল। তাঁরই ভাষণে উদ্বুদ্ধ হয়ে বাংলার তরুণ সমাজ মুক্তিযুদ্ধে অংশ নেয়।
ভারতীয় মিত্রবাহিনীর সহযোগিতায় ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে এদেশের স্বাধীনতা এসেছে। কোনো মেজরের হুইসেল দিয়ে এদেশের স্বাধীনতা আসেনি। গত রোববার একটি কমিউনিটি সেন্টারে পটিয়া আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি মুক্তিযোদ্ধা আ.ক.ম সামশুজ্জমান চৌধুরী। সঞ্চালনায় ছিলেন পৌর মেয়র অধ্যাপক হারুনুর রশিদ। বিশেষ অতিথি ছিলেন রাশেদ মনোয়ার, সাংগঠনিক সম্পাদক প্রদীপ দাশ, উপজেলা ভাইস চেয়ারম্যান ডা. তিমির বরণ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আবদুল খালেক, শাহদাৎ হোসেন ফরিদ, মুহাম্মদ ছৈয়দ চেয়ারম্যান, আবু ছালেহ চৌধুরী, ঋষি বিশ্বাস, এম এজাজ চৌধুরী, ইঞ্জিনিয়ার এসএম মোরশেদ, বেলাল উদ্দিন, পৌর আওয়ামী লীগ সভাপতি আলমগীর আলম, সাধারণ সম্পাদক এমএনএ নাছির, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি চেয়ারম্যান এমএ হাশেম, হাসান উল্লাহ চৌধুরী, ইমরান উদ্দিন বশির, তারেকুর রহমান প্রমুখ। এর আগে উপজেলা পরিষদ প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠনের নেতারা শ্রদ্ধা জানান।