রমজান মাসে বরাবরই দেখা যায় ইফতার পার্টির হিড়িক। বাংলাদেশ ক্রিকেট বোর্ডও নিয়মিত ইফতার পার্টির আয়োজন করে থাকে। কিন্তু এবার ব্যতিক্রমী আয়োজন করেছে বিসিবি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ইফতার পার্টি না করে গরিবদের খাবার বিতরণ করা হচ্ছে। গতকাল সোমবার বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন মিরপুরের একাডেমি মাঠে ইফতার বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন। এরপর তিনি জানিয়েছেন, সারা দেশে প্রায় ছয় হাজার পরিবারের জন্য খাবার প্যাকেট করেছেন তারা। যেগুলো বিতরণ শুরু হয়েছে ইতোমধ্যে।
পাপন বলেন প্রধানমন্ত্রী যদিও দলের জন্য বলেছে, আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের জন্য। উনি যেটা বলেছেন খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই সময় ইফতার পার্টি করে লাখ লাখ টাকা খরচ না করে এটা যদি গরীবদের মাঝে বিতরণ করা যায়। এটাই ছিল আমাদের মূল উদ্দেশ্য। উনার এই নির্দেশ ক্রমে আমরা আসলে আজকে শুরু করেছি। তিনি বলেন প্রথমে আমরা এখানকার যারা স্টাফ আছে বিশেষ করে গ্রাউন্ডসম্যান, সিকিউরিটি, ক্লিনারস এদেরকে প্রতীকী হিসেবে এখানে দিলাম। সঙ্গে সঙ্গে বস্তিতেও চলে গেছে খাবার আজকে। এখানকার মাদরাসা আছে। সেখানেও দিচ্ছি। ঢাকার বাইরেও কয়েকটা ভেন্যুতে আমরা পাঠিয়ে দিচ্ছি। এখন এটা বিতরণ শুরু হয়ে যাবে। এই মুহূর্তে আমরা ছয় হাজার পরিবারের জন্য প্যাক করার পরিকল্পনা করেছি।