৬ হাজার ইয়াবাসহ ২ ব্যক্তি গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২২ এপ্রিল, ২০২১ at ১১:০৭ পূর্বাহ্ণ

লোহাগাড়ায় ৬ হাজার পিস ইয়াবাসহ ২ পাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ফরেস্ট রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, কক্সবাজারের রামু থানার ছরারকুর এলাকার মুহাম্মদ উল্লাহর পুত্র নুরুল কবির (৩৫) ও একই এলাকার মৃত ফজল করিমের পুত্র ছলিম উল্লাহ (৩৪)। লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন মাহমুদ জানান, চট্টগ্রামমুখী মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে ৬ হাজার পিস ইয়াবাসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। গতকাল বুধবার সকালে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডে জেলেদের মাঝে কীটনাশকযুক্ত মশারি বিতরণ
পরবর্তী নিবন্ধচকরিয়ায় চাঁদা না পেয়ে বাড়িতে হামলার অভিযোগ