৬ সপ্তাহেই বিপর্যয় লিজ ট্রাসের পদত্যাগ

দুইশ বছরের রেকর্ড ভাঙল যে বিদায়ে

| শুক্রবার , ২১ অক্টোবর, ২০২২ at ৫:৪৯ পূর্বাহ্ণ

পদত্যাগের ঘোষণা দিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী লিজ ট্রাস। সংকটময় একটি সময়ে দেশ সামলানোর গুরুদায়িত্ব হাতে তুলে নেওয়া লিজ ট্রাস মাত্র ছয় সপ্তাহ পরই হাল ছেড়ে দিলেন। গতকাল বৃহস্পতিবার ট্রাস পদত্যাগের ঘোষণা দিয়েছেন এবং রাজাকেও জানিয়েছেন বলে জানায় বিবিসি। তিনি বলেন, যে নেতৃত্ব দেওয়ার জন্য কনজারভেটিভ পার্টি তাকে নির্বাচিত করেছিল তা তিনি দিতে পারেননি। এখন নতুন একজন নেতা নির্বাচন করতে আগামী সপ্তাহের মধ্যে কনজারভেটিভ পার্টির নির্বাচন হবে বলে জানান ট্রাস। তিনি বলেন, একজন উত্তরসূরি বাছাই না হওয়া পর্যন্ত আমি প্রধানমন্ত্রী থাকব। খবর বিডিনিউজের।

প্রায় দুইশ বছর আগের এক রেকর্ড ভেঙে গেল লিজ ট্রাসের বিদায়ে। দায়িত্ব নেওয়ার মাত্র ৪৫ দিনের মধ্যে পদত্যাগের ঘোষণা দিলেন তিনি। আর এর মধ্য দিয়ে দেশটির ইতিহাসে সবচেয়ে কম সময়ের প্রধানমন্ত্রীর খাতায় তার নাম উঠে গেছে সবার উপরে।

অর্থনৈতিক সংকটে দিশেহারা যুক্তরাজ্যে রাজনৈতিক সংকট যেন কাটছেই না। নিজ দলের ভেতর চরম আস্থাহীনতার কারণে গত জুলাইয়ে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীত্ব থেকে সরে যেতে বাধ্য হয়েছিলেন বরিস জনসন। দেশের অর্থনৈতিক সংকট মোকাবেলা এবং গভীরভাবে বিভক্ত কনজারভেটিভ পার্টিকে ঐক্যবদ্ধ করার প্রতিশ্রুতি দিয়ে ৬ সেপ্টেম্বর জনসনের স্থলাভিষিক্ত হন ট্রাস। তিনি মূলত কর হার সর্বোচ্চ কমানো এবং জ্বালানির খরচে নাভিশ্বাস ওঠা জনগণকে সহায়তার প্রতিশ্রুতি দিয়ে দলের সদস্যদের ভোট জিতেছিলেন। কিন্তু ক্ষমতা গ্রহণের পর প্রচণ্ড চাপের মুখে তাকে তার সেই প্রতিশ্রুতি থেকে অপমানজনকভাবে সরে আসতে হয়।

বৃহস্পতিবার ১০ ডাউনিং স্ট্রিটে জাতির উদ্দেশে ভাষণ দিতে আসেন ট্রাস। সেখানে তিনি জানান, ব্রেঙিটের মাধ্যমে অর্জিত স্বাধীনতার সুবিধা নিতে কর কমিয়ে, উচ্চ প্রবৃদ্ধির অর্থনীতি গড়ার একটি লক্ষ্য তার ছিল তার। ‘কিন্তু আমি স্বীকার করে নিচ্ছি, আমি এই প্রতিশ্রুতি পূরণ করতে অপারগ, যে জন্য কনজারভেটিভ পার্টি আমাকে নির্বাচিত করেছিল।’ ট্রাস জানিয়েছেন, তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়ে রাজা তৃতীয় চার্লসের সঙ্গে আলোচনা করেছেন এবং এক সপ্তাহের মধ্যেই নতুন নেতৃত্ব পেতে নির্বাচন অনুষ্ঠিত হবে।

যেখানে লিজ ট্রাস সবার সামনে : এমন এক রেকর্ড গড়ে বিদায় নিচ্ছেন লিজ ট্রাস, যা ভাঙতে চাইবেন না কেউ। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার মাত্র ৪৫ দিনের মধ্যে পদত্যাগের ঘোষণা দিলেন তিনি। আর এর মধ্য দিয়ে দেশটির ইতিহাসে সবচেয়ে কম সময়ের প্রধানমন্ত্রীর খাতায় তার নাম উঠে গেছে সবার উপরে। বিবিসি জানিয়েছে, এতদিন যুক্তরাজ্যের সবচেয়ে স্বল্পকালীন প্রধানমন্ত্রীর তালিকায় শীর্ষ স্থানে ছিলেন জর্জ কানিং। তিনি ১৮২৭ সালে মারা যাওয়ার আগে ১১৯ দিন প্রধানমন্ত্রী ছিলেন। টোরি দলের নেতা কানিংয়ের সেই রেকর্ড ভেঙে দিয়েছেন একই দলের লিজ ট্রাস।

পূর্ববর্তী নিবন্ধ২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ, দেখা যাবে চট্টগ্রামেও
পরবর্তী নিবন্ধডেঙ্গুর প্রকোপ রোধ ও বর্জ্য ব্যবস্থাপনায় ৯ সিদ্ধান্ত