ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬ লাখ সাত হাজার ৭৭২ টাকা বকেয়া পৌরকর (হোল্ডিং ট্যাঙ, পরিচ্ছন্ন ও আলোকায়ন রেইট) ও ট্রেড লাইসেন্স ফি আদায় করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। এর মধ্যে চারলাখ ৯৯ হাজার ৫২৭ টাকা পৌরকর ও এক লাখ আট হাজার ২৪৫ টাকা ট্রেড লাইসেন্স ফি। গতকাল রাজস্ব সার্কেল-১ ও ৮ এর আওতাধীন এলাকায় পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন সংস্থাটির নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী এবং স্পেশাল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌস।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সার্কেল-১ এর আওতাধীন শুলকবহর এলাকা থেকে দুই লাখ ৯৩ হাজার ৭০৯ টাকা পৌরকর এবং ২৬ হাজার ২৭০ টাকা বকেয়া ট্রেড লাইসেন্স ফি আদায় করা হয়। সার্কেল-৮ এর আওতাধীন এলাকা থেকে দুই লাখ পাঁচ হাজার ৮১৮ টাকা বকেয়া পৌরকর ও ৮১ হাজার ৯ শত ৭৫ টাকা বকেয়া ট্রেড লাইসেন্স ফি আদায় করা হয়।