৬ মাছ ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা

চন্দনাইশে অভিযান

চন্দনাইশ প্রতিনিধি | রবিবার , ২৬ মে, ২০২৪ at ৮:০৮ পূর্বাহ্ণ

চন্দনাইশে অনুমোদনহীন একটি মাছ বাজারে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ৬ মাছ ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা করেছে। গতকাল শনিবার ভোরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমার নেতৃত্বে উপজেলার হাশিমপুর ইউনিয়নের পাঠানীপুল নামক এলাকায় এ অভিযান পরিচালিত হয়। জানা যায়, একটি অসাধু চক্র দোহাজারী পৌরসভার ইজারা প্রদানকৃত একটি ঐতিহ্যবাহী মাছ বাজার কিছুদিন পূর্বে কৌশলে পৌরসভা এলাকার বাইরে একটি বিরোধপূর্ণ জায়গায় নিয়ে যায়। পরবর্তীতে বিষয়টি অবগত হয় উপজেলা প্রশাসন। গতকাল ভোর সাড়ে ৬টার দিকে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা অভিযান পরিচালনা করেন এবং অনুমতি ব্যতিরেখে অবৈধভাবে বাজার বসানোর সত্যতা পাওয়ায় ৬ মাছ ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা করেন।

স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ আইন ২০০৯ এর ধারায় অনুমতি ব্যতিরেখে বাজার বসানোর খবর পেয়ে অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা। এসময় বাজার বসানোর বিষয়ে বৈধ কোন কাগজপত্র দেখাতে না পারায় ৬ মাছ ব্যবসায়ীকে নগদ অর্থদন্ড প্রদান করা হয় এবং সমস্ত মালামাল সরিয়ে নেয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়। আগামীতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধসিবিইউএফটিতে এডমিশন ফেয়ার ২৮ মে শুরু
পরবর্তী নিবন্ধঅনাথ শিশুদের সাথে বৌদ্ধ ছায়াঙ্গনের বুদ্ধ পূর্ণিমা উদযাপন