মানবপাচার মামলার ভিকটিম রোজিনা বেগমকে দীর্ঘ ৬ বছর ৪ মাস পর অবশেষে মুক্তির আদেশ দিয়েছেন মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনাল, চট্টগ্রামের বিচারক এ এম জুলফিকার হায়াত। গতকাল সোমবার শুনানি শেষে আদালত নিজ জিম্মায় তার মুক্তির নির্দেশ দেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৯ সালের ১৩ এপ্রিল গোপন সংবাদের ভিত্তিতে পতেঙ্গা থানার পুলিশ পূর্ব কাটগড় এলাকায় অভিযান চালিয়ে একটি ভাড়া বাসা থেকে রোজিনা বেগমকে উদ্ধার করে। ওই সময় বাসা থেকে পতিতালয় পরিচালনার অভিযোগে রেখা বেগম ওরফে সাথী বেগম (৩৪) সহ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে আদালতের নির্দেশে ১৭ এপ্রিল ২০১৯ তারিখে ভিকটিম রোজিনা বেগমকে নিরাপদ আবাস কেন্দ্রে (সেইফ হোম) পাঠানো হয়। মামলাটি বর্তমানে মানবপাচার অপরাধ দমন ট্রাইব্যুনালে বিচারাধীন রয়েছে।
দীর্ঘ ছয় বছর সেইফ হোমে আটক থাকার পর রোজিনা বেগমের পক্ষে এডভোকেট তুতুল বাহার বিনা ফিতে মানবিক কারণে গত ২১ এপ্রিল আদালতে জিম্মার আবেদন করেন। সেই আবেদন শুনানি শেষে গতকাল আদালতে ভিকটিমকে হাজির করা হয়। পরবর্তীতে শুনানি গ্রহণ করে বিচারক এ এম জুলফিকার হায়াত নিজ জিম্মায় মুক্তির আদেশ দেন।
এডভোকেট তুতুল বাহার বলেন, মানবিক কারণে আমি বিনা ফিতে এই মামলা পরিচালনা করেছি। অবশেষে ভিকটিমের মুক্তি পাওয়ায় আমরা স্বস্তি পেয়েছি।