৬ দিন পর ডেঙ্গুতে একজনের মৃত্যু

হাসপাতালে ভর্তি ৪৩

| বুধবার , ২৬ জুন, ২০২৪ at ১০:১৪ পূর্বাহ্ণ

দেশে গত একদিনে ডেঙ্গু আক্রান্ত একজনের মৃত্যু হয়েছে; এডিস মশাবাহিত এ রোগ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরো ৪৩ জন। এর আগে গত ১৯ জুন ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছিল। সবমিলিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪২ জনের মৃত্যু হল। খবর বিডিনিউজের।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, মঙ্গলবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ডেঙ্গু নিয়ে ১৬ জন ভর্তি হয়েছেন। এর বাইরে ঢাকা বিভাগে তিনজন, ময়মনসিংহ বিভাগে একজন, চট্টগ্রাম বিভাগে ১৩ জন, খুলনা বিভাগে একজন এবং বরিশাল বিভাগে ৯ জন ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৪৬২ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, দেশের বিভিন্ন হাসপাতালে মঙ্গলবার সকাল পর্যন্ত ১৬৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছিলেন। তাদের মধ্যে ঢাকায় ভর্তি ছিলেন ৮৭ জন; ঢাকার বাইরে এ সংখ্যা ৭৬।

চলতি বছরের জানুয়ারিতে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ১ হাজার ৫৫ জন, যাদের মধ্যে ১৪ জনের মৃত্যু হয়েছে। ফেব্রুয়ারিতে হাসপাতালে ভর্তি হন ৩৩৯ জন, তাদের মধ্যে মৃত্যু হয়েছে তিনজনের।

মার্চ মাসে আক্রান্ত হন ৩১১ জন; এর মধ্যে পাঁচজনের মৃত্যু হয়েছে। এপ্রিলে আক্রান্ত হন ৫০৪ জন, তাদের মধ্যে মারা গেছেন দুইজন। মে মাসে আক্রান্ত হন ৬৪৪ জন, এর মধ্যে মারা গেছেন ১২ জন। জুনের ২৫ দিনে ৬০৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন, মৃত্যু হয়েছে ৬ জনের।

স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।

পূর্ববর্তী নিবন্ধমীরসরাই উপজেলা কমপ্লেক্সের চারতলায় বিষাক্ত সাপ
পরবর্তী নিবন্ধমীরসরাই সীমান্তে নদীতে নিখোঁজ লেবু শ্রমিকের মরদেহ উদ্ধার