৬ দিন পর চট্টগ্রামে একজনের করোনা শনাক্ত

আজাদী অনলাইন | রবিবার , ১১ ডিসেম্বর, ২০২২ at ১২:২৫ অপরাহ্ণ

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও একজনের দেহে করোনাভাইরাসের জীবাণু পাওয়া গেছে। শনাক্তের হার ১. ৬৩ শতাংশ। তবে একই সময়ে করোনায় কারো মৃত্যু হয়নি।

এর আগে শনিবার (১০ ডিসেম্বর) চট্টগ্রামে কারো দেহে করোনার জীবাণু পাওয়া যায়নি বলে জানিয়েছিল সিভিল সার্জন কার্যালয়। আজ রবিবার (১১ ডিসেম্বর) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। আক্রান্ত একজন নগরীর বাসিন্দা।

প্রতিবেদনে আরও জানা গেছে, চট্টগ্রামে ৫টি ল্যাবে ৬১টি নমুনা পরীক্ষা করে একজনের দেহে করোনাভাইরাসের জীবাণু পাওয়া গেছে। চট্টগ্রামে এখন পর্যন্ত ১ লাখ ২৯ হাজার ৫১৬ জনের করোনা শনাক্ত হয়েছেন। এদের মধ্যে নগরীর বাসিন্দা ৯৪ হাজার ৪৩৭ জন। বাকিরা বিভিন্ন উপজেলার।

করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে মোট এক হাজার ৩৬৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭৩৭ জন নগরীর বাসিন্দা। আর বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬৩২ জনের।

পূর্ববর্তী নিবন্ধসাবেক পুলিশ কর্মকর্তার সাড়ে ৩ বছরের জেল
পরবর্তী নিবন্ধতিন ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম ট্রেন চলাচল স্বাভাবিক