৬ দাবিতে আনোয়ারায় স্বাস্থ্য সহকারী অ্যাসোসিয়েশনের কর্মবিরতি পালন

আনেয়ারা প্রতিনিধি | মঙ্গলবার , ৭ অক্টোবর, ২০২৫ at ১২:২৫ অপরাহ্ণ

তৃণমূল পর্যায়ের স্বাস্থ্য সেবার কাজে কর্মরত স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শকের দাবিকৃত নিয়োগ বিধি সংশোধন, ইন সার্ভিস ট্রেনিং ও ১৪ গ্রেডে যোগ্যতা ভিত্তিক উন্নীত করণ সহ ৬ দফা দাবি বাস্তবায়নের লক্ষে কর্ম বিরতি পালন করেছে আনোয়ারা স্বাস্থ্য সহকারী অ্যাসোসিয়েশন। গত শনিবার স্বাস্থ্য সহকারী অ্যাসোসিয়েশন আনোয়ারা উপজেলা শাখার উদ্যোগে স্বাস্থ্য কমপ্লেক্সের মাঠে এ কর্ম বিরতি পালন করা হয়। আর কর্মবিরতিতে একাত্মতা প্রকাশ করেছেন স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শকেরা। লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা শাখা পরিষদের সদস্য সচিব নোমান হোসাইন।

বক্তব্য রাখেন মোজাহেরুল ইসলাম, মো. মিজান উদ্দিন, সাইফুল হক, এসএম ইকবাল, এয়ার মোহাম্মদ, সুমন বোস,সৈয়দ মো.রফিক, সুজন ভট্টচার্য্য ও প্রিয়াংকা শীল । কর্মবিরতিতে আনোয়ারায় কর্মরত বিভিন্ন কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্য সহকারী ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। কর্ম বিরতির সাথে একাত্মতা প্রকাশ করেন দাবি বাস্তবায়ন সমন্বয় পরিষদের আহ্বায়ক নূর বেগমসহ অন্যান্যরা।

পূর্ববর্তী নিবন্ধঅ্যালার্জির সমস্যা জনস্বাস্থ্যের নতুন চ্যালেঞ্জ হয়ে উঠছে
পরবর্তী নিবন্ধশিক্ষাব্যবস্থা জাতীয়করণ আন্দোলন সফল করতে হবে