৬ দফা দাবি নিয়ে চট্টগ্রামে শিক্ষার্থীদের বিক্ষোভ

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ৯ ডিসেম্বর, ২০২১ at ৬:৪৪ পূর্বাহ্ণ

নগরীর ওয়ার্লেস মোড়ে পাহাড়তলী কলেজের এইচএসসি শিক্ষার্থী সাতরাজ শাহীন হত্যার বিচারসহ সড়কে মৃত্যুর মিছিল বন্ধ করতে ও নিরাপদ সড়ক বাস্তবায়নে ৬ দফা দাবি আদায়ে এ বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে বলে ঘোষণা দিয়েছে তারা।
গতকাল বুধবার নগরীর বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা সকাল ১১টা থেকে পাহাড়তলী কলেজের সামনে জড়ো হয়ে বিক্ষোভ সমাবেশ শেষে মিছিল নিয়ে ঝাউতলা রেল ক্রসিংয়ের দুর্ঘটনাস্থলে এসে শেষ করে।
এ সময় শিক্ষার্থীরা নিহত কলেজ ছাত্র সাতরাজ উদ্দিন শাহীনসহ সড়কে সকল হত্যাকাণ্ডের বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে নিশ্চিত করা এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে যথাযথ ক্ষতিপূরণের দাবি জানায়। এছাড়াও চট্টগ্রামসহ সারাদেশে সকল রেলক্রসিংয়ে সিগন্যাল লাইট, স্থায়ী গেটম্যান নিয়োগ, চট্টগ্রামসহ সারাদেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে স্পিড ব্রেকারসহ জ্রেবা ক্রসিং ও সিগন্যাল লাইট নির্মাণ করে সচেতনতা বাড়ানোর দাবি জানায়। বিক্ষোভ সমাবেশে পাহাড়তলী কলেজসহ নগরীর বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
উল্লেখ্য, গত ৪ ডিসেম্বর নগরীর খুলশী থানাধীন ঝাউতলা-জাকির হোসেন রোড রেল ক্রসিংয়ে ডেমু ট্রেনের সাথে বাস, মাহিন্দ্রা টেম্পু ও সিএনজির সংঘর্ষে এইচএসসি পরীক্ষার্থী সাতরাজ উদ্দিন শাহীনসহ তিনজন নিহত হয়।

পূর্ববর্তী নিবন্ধঢাবিতে বাংলার রুমি আহমদুল হক সেমিনার ও লাইব্রেরি উদ্বোধন
পরবর্তী নিবন্ধবিজয় মেলা পরিষদের সাথে উপ-পরিষদ প্রতিনিধিদের মতবিনিময়