৬ দফা দাবিতে বিজেএমসি কার্যালয় ঘেরাও

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ৪ মার্চ, ২০২১ at ১১:১১ পূর্বাহ্ণ

বন্ধ পাটকল চালু, শ্রমিকদের বকেয়া পরিশোধসহ ছয় দফা দাবিতে নগরীর আগ্রাবাদ বিজেএমসি আঞ্চলিক কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেছে পাটকল রক্ষায় শ্রমিক কৃষক-ছাত্র-ঐক্য চট্টগ্রাম। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টা থেকে দেড়টা পর্যন্ত চলা কর্মসূচিতে প্রায় চার শতাধিক ক্ষতিগ্রস্ত শ্রমিক-কর্মচারী অংশ নেন। বিক্ষোভ শেষে নেতৃবৃন্দ বিজেএমসি আঞ্চলিক কর্মকর্তাকে একটি স্মারকলিপি দেন। ৬ দফা দাবিগুলো হল- অবিলম্বে রাষ্ট্রীয় মালিকানায় বন্ধ সকল পাটকল চালু ও পিপিপি-লিজ না দেওয়া, বদলি শ্রমিকদের বকেয়া টাকা পরিশোধ করা, ২০১৯ সালের সকল বকেয়া সপ্তাহ পরিশোধ করা, বদলি শ্রমিকদের লকডাউনের মজুরি পরিশোধ করা, অবসায়নকৃত বদলি শ্রমিকদের নোটিশ পে-মজুরি পরিশোধ করা, শ্রমিক নেতা রুহুল আমিনের নিঃশর্ত মুক্তি এবং পাটকল নেতাদের গ্রেপ্তার ও হয়রানি বন্ধ করা।

পূর্ববর্তী নিবন্ধচাটগাঁইয়্যা নওজোয়ানের শপথ গ্রহণ
পরবর্তী নিবন্ধ‘সবচেয়ে রক্তাক্ত দিন’ মিয়ানমারে