৬ দফা দাবিতে বান্দরবানে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি

বান্দরবান প্রতিনিধি | বুধবার , ৯ জুলাই, ২০২৫ at ৭:৪৯ পূর্বাহ্ণ

বান্দরবানে ৬ দফা দাবিতে কর্মরত স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন বান্দরবান জেলা শাখার উদ্যোগে গত মঙ্গলবার সিভিল সার্জন কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে ব্যানার ফেস্টুন প্লেকার্ড হাতে প্রায় শতাধিক স্বাস্থ্যকর্মী অংশগ্রহণ করে। এতে বক্তব্য রাখেন এসোসিয়েশনের বান্দরবান জেলা শাখার আহবায়ক রমিজ উদ্দিন, সদস্য সচিব উখ্যসিং খেয়া, সদস্য সুজলা চাকমা, সৈয়দ খালিদ মাহমুদ প্রমুখ। এতে জেলা শাখার আহবায়ক রমিজ উদ্দিন বলেন, ১৯৭৯ সাল থেকে ইপিআই কর্মসূচির মাধ্যমে দুর্গম পাহাড়ি এলাকায় জীবনের ঝুকি নিয়ে দীর্ঘদিন ধরে আমরা কাজ করে আসছি। কিন্তু দু:খের বিষয় সে থেকে অদ্যাবধি পর্যন্ত ১৬তম গ্রেডে চাকরি করে আসছি। কিন্তু পশু হাসপাতাল থেকে শুরু করে সরকারের বিভিন্ন দপ্তরে কর্মরত একই গ্রেডের কর্মচারীদের পদোন্নতি হলেও এখনো পর্যন্ত আমাদের গ্রেড পরিবর্তন করা হয়নি। তাই পূর্বে ইন সার্ভিস ডিপ্লোমা এসআইটি কোর্স সম্পন্নকারী স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক, স্বাস্থ্য পরিদর্শকদের ডিপ্লোমাধারী সম্পন্ন হিসেবে গণ্য করে সরাসরি ১১তম গ্রেডে উন্নীতকরণের পাশাপাশি কেন্দ্রীয় ঘোষিত ৬ দফা বাস্তবায়নের দাবি জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধওয়ার্ল্ড সুন্নী মুভমেন্ট বোয়ালখালী উপজেলা শাখার সমাবেশ
পরবর্তী নিবন্ধআন্তর্জাতিক বিশ্বতানের বৈঠকী সন্ধ্যা