গাছবাড়িয়া সরকারি কলেজে প্রায় ৬ কোটি ৭০ লাখ টাকা ব্যয়ে নবনির্মিত আধুনিক একাডেমিক ভবন উদ্বোধন করা হয়েছে। গত শনিবার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য মো. নজরুল ইসলাম চৌধুরী। তিনি বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতায় বিগত ১০ বছরে চন্দনাইশ–সাতকানিয়া (আংশিক) নির্বাচনী এলাকায় ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। তার নির্বাচনী এলাকার ২টি পৌরসভা ও ১৪ টি ইউনিয়নের প্রায় প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে দৃষ্টিনন্দন আধুনিক বহুতল ভবন নির্মাণ করা হয়েছে। বিগত দিনের উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করতে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে পুনরায় সরকার গঠনের সুযোগ করে দেয়ার বিকল্প নেই। গাছবাড়িয়া সরকারী কলেজে নবনির্মিত আধুনিক একাডেমিক ভবন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। কলেজ অধ্যক্ষ রনজিত কুমার নাথের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন সহকারী অধ্যক্ষ সুব্রত বরণ বড়ুয়া, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক এএসএম মুছা তছলিম, আজিজুর রহমান আরজু, সম্রাট চৌধুরী, সিরাজুল কাফি চৌধুরী, সিরাজুল হক সাকিব, কাজি রুমি, সাইফুল ইসলাম বাবু, রবিউল, আরিফ প্রমুখ।