১ লাখ ৬৯ হাজার পিস ইয়াবাসহ মো. সাদেক হোসেন (২৫) নামে এক রোহিঙ্গা মাদক কারবারীকে আটক করেছে ৮ এপিবিএন পুলিশ। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে উখিয়ার বালুখালী ১০ নং ক্যাম্প থেকে তাকে আটক করা হয়। আটককৃত সাদেক ১০ নং রোহিঙ্গা ক্যাম্পের জি-১৬ ব্লকের মীর আহমদের ছেলে।
৮ এপিবিএন অধিনায়ক মো. শিহাব কায়সার খান বলেন, মিয়ানমার থেকে পাচার হয়ে আসা ইয়াবার বড় একটি চালান মজুদের খবরে অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার এবং রোহিঙ্গা সাদেককে আটক করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে উখিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।