নাঈম হাসানের দুর্দান্ত বোলিংয়ের সুবাধে শ্রীলংকাকে চারশ রানের আগে থামিয়েছে বাংলাদেশ। আর নাঈম করেছেন তার ক্যারিয়ার সেরা বোলিং।
১৫ মাস পর টেস্ট ক্রিকেটে ফিরে দারুন বোলিং করলেন নাঈম। নিয়েছেন ক্যারিয়ার সেরা ১০৫ রানে ৬ উইকেট। সবশেষ ২০২১ সালে ফেব্রুয়ারিতে মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিজের শেষ টেস্ট খেলেছিলেন নাঈম।
সে ম্যাচে প্রথম ইনিংসে কোন উইকেট না পেলেও দ্বিতীয় ইনিংসে নিয়েছিলেন ৩ উইকেট। এবার নিজের মাঠে ফিরে চেনা রূপে দেখা দিলেন নাঈম। এই মাঠে অভিষেকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৬১ রানে ৫ উইকেট নিয়েছিলেন নাঈম।
আজ সোমবার নিজেকে ছাড়িয়ে গেলে নাঈম। নিলেন ১০৫ রানে ৬ উইকেট। ম্যাচের প্রথম দিন নিয়েছিলেন দুই উইকেট। আর আজ মধ্যাহ্ন বিরতির আগে নিয়েছিলেন দুই উইকেট। আর শেষ সেশনের প্রথম ঘন্টায় নিলেন আরো দুই উইকেট।
আর তাতেই ইতিহাসের পাতায় নাম লেখালেন চট্টগ্রামের এই ছেলে। তবে আজ নাঈম সবচাইতে বড় যে কীর্তিটা গড়েছেন তা হচ্ছে অ্যঞ্জেলো ম্যাথিউসকে ডাবল সেঞ্চুরি করতে দিলেননা। ১৯৯ রানে শেষ উইকেট হিসেবে এই লংকানকে ফিরিয়েছেন নাঈম। শ্রীলংকা তাদের প্রথম ইনিংসে অল আউট হয়েছে ৩৯৭ রানে।