চন্দনাইশে সুপারী বোঝাই ট্রাকের আড়ালে ইয়াবা পাচারের সময় ২ মাদক কারবারিকে আটক করেছে র্যাব। এসময় ১৯ হাজার ৩০৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। হাটহাজারীতে র্যাব অভিযান চালিয়ে এক হাজার পিস ইয়াবাসহ দুইজন এবং বোয়ালখালীতে ৫১ পিস ইয়াবাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
আমাদের চন্দনাইশ প্রতিনিধি জানান, গতকাল শুক্রবার দুপুর ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার গাছবাড়িয়া ছিদ্দিক বাচুরা শপিং সেন্টারের সামনে অভিযান চালায় র্যাব-৭ এর একটি দল। এসময় চট্টগ্রামমুখী একটি সুপারী বোঝাই ট্রাকে তল্লাশি চালিয়ে ১৯ হাজার ৩০৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটক করা হয় টেকনাফের মো. ফারুক (২৯) ও একই এলাকার মো. সেলিম (২৫)। পরে তাদের চন্দনাইশ থানায় হস্তান্তর করা হয়।
চন্দনাইশ থানার ওসি মো. নাসির উদ্দীন সরকার বলেন, এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চন্দনাইশ থানায় মামলা দায়ের করা হয়। আটককৃত ২ মাদক কারবারিকে আদালতে হাজির করা হলে আদালত তাদের জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
হাটহাজারী প্রতিনিধি জানান, গত বুধবার রাতে আমান বাজার এলাকায় অভিযান চালিয়ে দক্ষিণ পাহাড়তলীর মো. মোরশেদ আলম (৩৮) ও ফেনীর মো. মঞ্জুরুল করিম (৩৬) নামের দুই যুবককে আটক করে র্যাব। এসময় তাদের দেহ তল্লাশি চালিয়ে ১ হাজার ইয়াবা জব্দ করা হয়।
র্যাব-৭ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার রাতে দক্ষিণ আমান বাজারস্থ বিআরটিএ সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় মাদক বিক্রেতারা র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় তাদেরকে আটক করে। তারা দীর্ঘদিন যাবত চট্টগ্রাম জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ীর নিকট থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে পরবর্তীতে মাদক সেবনকারীদের নিকট বিক্রয় করে আসছিল। তাদেরকে হাটহাজারী থানায় হস্তান্তর করা হয়েছে।
বোয়ালখালী প্রতিনিধি জানান, গত বৃহস্পতিবার উপজেলার শ্রীপুর খরণদ্বীপ ইউনিয়ন থেকে ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে থানা পুলিশ। থানা সূত্রে জানা যায়, মাদক বিরোধী বিশেষ অভিযানে শ্রীপুর খরণদ্বীপ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের নুরুল হক মেম্বার বাড়ির দক্ষিণ পাশ থেকে পশ্চিম খরণদ্বীপের ইমতিয়াজ (৩৫) ও শ্রীপুর এলাকার জাহেদুল হক (২৮) নামের সন্দেহভাজন দুই যুবককে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি চালিয়ে ৫১ পিস ইয়াবা উদ্ধার করা হয়। বোয়ালখালী থানার ওসি মোহাম্মদ আবদুল করিম বলেন, আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।