নগরীর বায়েজিদ বোস্তামী থানার আরেফিন নগর এলাকায় ছাত্রলীগ কর্মী ইমন রনিকে (২৬) খুনের ঘটনায় গ্রেফতার ৬ জন আসামির প্রত্যেককে ৩ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। গতকাল বৃহস্পতিবার মহানগর হাকিম সরোয়ার জাহানের আদালত তাদের রিমান্ড মঞ্জুর করেন। এরআগে পুলিশের পক্ষ থেকে তাদের জিজ্ঞাসাবাদের জন্য আদালতের কাছে ৭ দিনের রিমান্ডের আবেদন করা হয়। নগর পুলিশের এসি (প্রসিকিউশন) শাহাবুদ্দিন আহমদ আজাদীকে বিষয়টি নিশ্চিত করেছেন।আসামিরা হল- আরেফিন নগরের আবু বক্কর সিদ্দিকের ছেলে মো. আহসান কবির (২৬), মৃত হোসেন মিয়ার ছেলে মো. সোহেল (২৯), মৃত খোরশেদ আলমের ছেলে মো. ফজর আলী (২৯), মো. রাজা মিয়ার ছেলে মো. লিটন (২৮), আলী জহিরের ছেলে মো. নুর আলম (২৭) ও ফিরোজ মিয়া কলোনীর মো. রুবেল। ৭ মার্চ আরেফিন নগরে দুপক্ষের সংঘর্ষে ছাত্রলীগ কর্মী ইমন ছুরিকাঘাতে মৃত্যুবরণ করে। ইমন বায়েজিদ থানা ছাত্রলীগের আহবায়ক কমিটির সদস্য। এঘটনায় ইমনের বাবা নুর কাশেম বাদী হয়ে ১৯ জনকে আসামি করে একটি মামলা করেন। এর আগে ঘটনার পর পর আরেফিন নগর থেকে ঘটনায় জড়িত সন্দেহে ৬ জনকে আটক করে মামলায় গ্রেফতার দেখানো হয়।