৬৮০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার যুবকের ৫ বছরের কারাদণ্ড

আজাদী প্রতিবেদন | সোমবার , ২৭ অক্টোবর, ২০২৫ at ১০:৫০ পূর্বাহ্ণ

কর্ণফুলী থানাধীন ফলিস সিএনজি ফিলিং স্টেশনের সামনে থেকে ইয়াবাসহ গ্রেপ্তার এক যুবককে ৫ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। পাশাপাশি তাকে ৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন আনোয়ার হোসেন। গতকাল রোববার চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ সিরাজাম মুনীরার আদালত এ রায় ঘোষণা করেন। এ সময় আসামি কাঠগড়ায় হাজির ছিলেন না। তিনি পলাতক। এজন্য তার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করা হয়েছে।

আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ দৈনিক আজাদীকে বলেন, ৬ জন সাক্ষীর সাক্ষ্য শেষে বিচারক এ রায় ঘোষণা করেছেন। আদালত সূত্র জানায়, ২০১৮ সালের ১১ ডিসেম্বর কর্ণফুলীর ফলিস সিএনজি ফিলিং স্টেশনের সামনে থেকে ৬৮০ পিস ইয়াবাসহ আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে একটি মামলা হয়। মামলাটির তদন্ত কার্যক্রম শেষ করে ২০১৯ সালের ১৭ জানুয়ারি আনোয়ার হোসেনের বিরুদ্ধে তদন্ত কর্মকর্তা আদালতে চার্জশিট দাখিল করেন। এরপর ২০২২ সালের ৬ এপ্রিল তার বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দেন বিচারক।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানীর ঘোষণা বাস্তবায়ন করতে হবে
পরবর্তী নিবন্ধইসলামের পক্ষে যারা থাকবেন তাদের পক্ষে কাজ করতে হবে