৬৭ হাজার শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ

| মঙ্গলবার , ৬ জানুয়ারি, ২০২৬ at ৫:২৯ পূর্বাহ্ণ

এমপিওভুক্ত স্কুলকলেজমাদরাসাকারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ দিতে বিজ্ঞপ্তি দিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এর মাধ্যমে ৬৭ হাজার ২০৮ জন শিক্ষক নিয়োগ দেওয়া হবে। স্কুল ও কলেজে ২৯ হাজার ৫৭১ জন, মাদরাসায় ৩৬ হাজার ৮০৪ জন ও কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা প্রতিষ্ঠানে ৮৩৩ জন নিয়োগ দেওয়া হবে। তবে উল্লেখিত সংখ্যা কম/বেশি হতে পারে। খবর বাংলানিউজের।

সপ্তম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি (বিশেষ)-২০২৬ অনুযায়ী, দেশের সব এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানসমূহের (স্কুল, কলেজ, মাদরাসা, কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা) শূন্য পদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। ফরম পূরণ ও ফি জমা দেওয়ার তারিখ ১০ থেকে ১৭ জানুয়ারি দিনগত রাত ১২টা পর্যন্ত। আবেদনকারীর বয়স ও শিক্ষক নিবন্ধন সনদের মেয়াদ আগামী ৪ জুন তারিখে সর্বোচ্চ ৩৫ বছর এবং শিক্ষক নিবন্ধন সনদের মেয়াদ নিবন্ধন পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ হতে তিন বছর।

পূর্ববর্তী নিবন্ধযশোরে ব্যবসায়ীকে মাথায় গুলি করে হত্যা
পরবর্তী নিবন্ধহাদি হত্যা মামলার অভিযোগপত্র বুধবার : স্বরাষ্ট্র উপদেষ্টা