কর্ণফুলীতে ৬৬ জন প্রান্তিক মৎস্যচাষি পেলেন বিনামূল্যে ৬৮১ কেজি কার্প মিশ্র পোনা মাছ। বন্যায় ক্ষতিগ্রস্ত প্রান্তিক মৎস্য চাষিরা সরকারি এসব বিনামূল্যের পোনা পেলেন। গতকাল বুধবার উপজেলা পরিষদের সামনে উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে এসব বিতরণ কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠান উপজেলা সহকারী কমিশনার (ভুমি) রয়া ত্রিপুরার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন মৎস্য বিভাগ কুমিল্লার উপপরিচালক মো. আনোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ্র চন্দ। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রাকিবুল ইসলাম, উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিভাগের উপসহকারী প্রকৌশলী তাসলিমা আক্তার। অনুষ্ঠানে বন্যায় ক্ষতিগ্রস্ত প্রান্তিক মৎস্য চাষিদের মাঝে ৬৮১ কেজি কার্প মিশ্র পোনা (রুই, কাতলা, মৃগেল, কালিবাউশ ) বিতরণ করা হয়।
প্রধান অতিথি বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার মৎস্য চাষের উন্নয়নে আন্তরিকভাবে কাজ করছে। যার কারণে সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্ত উপজেলার বিভিন্ন মৎস্য চাষিদের মাঝে বিভিন্ন জাতের কার্প জাতীয় মিশ্র পোনা বিতরণ করা হয়। এসব পোনার যথাযথ চাষাবাদের মাধ্যমে চাষিদের ক্ষতি পুষিয়ে নেওয়া সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।