নগরীতে দু’দিন যাচাই-বাছাই কার্যক্রম শেষে ৬৫ জন মুক্তিযোদ্ধার তালিকা আপাতত চূড়ান্ত হয়েছে। গত শনিবার থেকে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে শুরু হওয়া দু’দিন ব্যাপী বীর মুক্তিযোদ্ধা তালিকা যাচাই-বাছাই কার্যক্রমের শেষ দিনে মুক্তিযোদ্ধাদের নতুন এ তালিকা চূড়ান্ত করা হয়। এবিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম জাকারিয়া আজাদীকে বলেন, প্রথম দিন ৪২ জন মুক্তিযোদ্ধার যাচাই-বাছাই হয়। রোববার আরও ২৩ জন মুক্তিযোদ্ধার যাচাই শেষ হয়। জানা গেছে, নগরীতে মোট ১৬৭ জন মুক্তিযোদ্ধা রয়েছেন।এডিসি এসএম জাকারিয়া বলেন, তালিকার বাইরে এখনো যারা রয়ে গেছেন বা যারা বাছাই কার্যক্রমে উপস্থিত হতে পারেননি, উনাদের আগামী মঙ্গলবার একটি সুযোগ দেয়া হচ্ছে। এদিন সকাল ১০ টা থেকে শেষবারের মতো যাচাই-বাছাই চলবে। যারা পর্যাপ্ত সাক্ষী ও কাগজপত্র উপস্থাপন করতে পারবেন তাঁদের তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। তা না হলে এ পর্যন্ত যতজনের তালিকা পাওয়া গেছে সেটাই সংশ্লিষ্ট দপ্তরে পাঠিয়ে দেয়া হবে। এদিকে গতকাল উক্ত কার্যক্রমে উপস্থিত হয়ে জেলা প্রশাসক মো. মমিনুর রহমান বলেন, বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতায় স্বাধীনতার পঞ্চাশ বছরে এসে প্রকৃত মুক্তিযোদ্ধাদের পূর্ণাঙ্গ তালিকা করা হচ্ছে। কোন অমুক্তিযোদ্ধা যাতে বীর মুক্তিযোদ্ধা দাবি করে ফায়দা লুটতে না পারে সেলক্ষ্যে সারাদেশে একযোগে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। মুক্তিযোদ্ধা সংসদ মহানগর ইউনিট কমান্ডার ও যাচাই-বাছাই কমিটি মহানগরীর সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ এতে সভাপতিত্ব করেন। যাচাই-বাছাই কার্যক্রম পরিচালনা করছেন কমিটির সদস্য সচিব ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম জাকারিয়া।







