৬৪ লাখ টাকার ইয়াবাসহ গ্রেপ্তার তিন

কক্সবাজার-ঢাকাগামী বাসে র‌্যাবের অভিযান

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২৩ মার্চ, ২০২১ at ৮:৩০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ার শান্তিরহাট এলাকা থেকে প্রায় ৬৪ লক্ষ টাকা মূল্যের ২১ হাজার ২৬৫টি ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব-৭। গতকাল সোমবার দুপুর একটার দিকে কক্সবাজার থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার এবং গ্রেপ্তার করা হয় তিনজন মাদক ব্যবসায়ীকে। পাশাপাশি বাসটিও (ঢাকামেট্রো-ব-১৫-১৯২৩) জব্দ করে র‌্যাব সদস্যরা। গ্রেপ্তারকৃতরা হলো বাসচালক গাজীপুর জেলার পূবাইল থানাধীন নৈইবাড়ি এলাকার মো. ফরিদের ছেলে এরশাদুল (৩৬), কক্সবাজার জেলার রামু থানাধীন ধেচুয়া পালং এলাকার গোলাম হোসেনের ছেলে মো. আলী (৪০) এবং রামুর কুনিয়াপালং এলাকার জাফর আলমের ছেলে কামাল উদ্দিন (২৮)। পরে তাদের বিরুদ্ধে পটিয়া থানায় মামলা দায়ের করে র‌্যাব। র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার জানান, সোমবার গোপন সংবাদের ভিত্তিতে শান্তিরহাট এলাকায় বিশেষ চেকপোস্ট বসিয়ে গাড়ি তল্লাশি করা হয়। এসময় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ২১ হাজার ২৬৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। মূলত বাসের চালকের নেতৃত্বে এসব ইয়াবা কক্সবাজার থেকে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছিল। এসময় বাসটিও জব্দ করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক মূল্য ৬৪ লক্ষ টাকা।

পূর্ববর্তী নিবন্ধসরকারের প্রধান লক্ষ্য কৃষকদের অধিকার রক্ষা করা
পরবর্তী নিবন্ধইউসিটিসিতে আইকিউএসির কোভিড-১৯ বিষয়ক কর্মশালা