৬৪ জেলার দর্শক দেখবে ‘কমলা রকেট’

আজাদী ডেস্ক | বৃহস্পতিবার , ২ মার্চ, ২০২৩ at ১০:৩০ পূর্বাহ্ণ

চলছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত ৩য় বাংলাদেশ চলচ্চিত্র উৎসব। প্রতিদিনই উৎসবে দেখানো হচ্ছে পূর্ণদৈর্ঘ্য বাংলা ছবি। তারই ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার ৬৪ জেলার শিল্পকলা একাডেমিতে একযোগে প্রদর্শিত হবে নূর ইমরান মিঠু পরিচালিত প্রশংসিত ছবি ‘কমলা রকেট’। এদিন বিকেল ৫টায় দেশের সব শিল্পকলা একাডেমিতে দর্শকরা ইমপ্রেস টেলিফিল্মের এই ছবিটি দেখতে পারবেন। এটি নূর ইমরান মিঠু পরিচালিত প্রথম ছবি। ছবিটি সব শ্রেণির দর্শকের কাছে বেশ প্রশংসিত হয়। দেশের প্রেক্ষাগৃহ ছাড়াও দেশ বিদেশের নামিদামি চলচ্চিত্র উৎসবে প্রদর্শনীসহ গুরুত্বপূর্ণ পুরস্কারও অর্জন করেছে ছবিটি।

এমনকি দীর্ঘদিন ধরে ছবিটি চলছে বিশ্বের অন্যতম স্ট্রিমিং জায়ান্ট স্ক্রিন নেটফ্লিক্সেও। ‘কমলা রকেট’ এর জন্যই শ্রীলঙ্কায় ‘বেস্ট ডেব্যু ডিরেক্টর’ এর পুরস্কার জিতে নিয়েছিলেন নির্মাতা মিঠু। কথাসাহিত্যিক শাহাদুজ্জামানের ‘মৌলিক’ ও ‘সাইপ্রাস’ নামের দুটি গল্প অবলম্বনে ‘কমলা রকেট’এর চিত্রনাট্য করেছেন শাহাদুজ্জামান ও মিঠু।

ছবির গল্পে ‘কমলা রকেট’ মূলত একটি স্টিমারের নাম। এই স্টিমারটিই পুরো বাংলাদেশের প্রতিনিধিত্ব করে। ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তৌকীর আহমেদ ও মোশাররফ করিম। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন জয়রাজ, সামিয়া সাঈদ, সেওতি, ডমিনিক গোমেজ, বাপ্পা শান্তনু, সুজাত শিমুল, শহীদুল্লাহ সবুজ, আবু রায়হান রাসেল।

পূর্ববর্তী নিবন্ধমুড়ির টিনের পর মেঘদলের ‘বনবিবি’
পরবর্তী নিবন্ধকণ্ঠনীড়ের পলাশ-রাঙা ফাল্গুনে