৬২ সালের শিক্ষা আন্দোলনের দাবিগুলো এখনও পূরণ হয়নি

ছাত্র ইউনিয়নের সমাবেশে বক্তারা

| মঙ্গলবার , ১৯ সেপ্টেম্বর, ২০২৩ at ৬:৩০ পূর্বাহ্ণ

শিক্ষা দিবসের ৬১তম বার্ষিকী উপলক্ষে গত ১৭ সেপ্টেম্বর বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জেলা সংসদ ছাত্র সমাবেশের আয়োজন করে নগরীর চেরাগী পাহাড় মোড়ে। নেতৃবৃন্দ চট্টগ্রাম অস্থায়ী কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন। পরে এক মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি ইমরান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক টিকলু কুমার দের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন শরীফুজ্জামান শরীফ, প্রকৌশলী প্রকাশ ঘোষ, এ্যানি সেন, অয়ন সেন গুপ্ত, শুভ দেব নাথ ও সম্পাদক সুপ্রিয় তঞ্চং্যা। বক্তারা বলেন, যেই দাবিতে ৬২ সালের শিক্ষা আন্দোলন হয়েছিল তার দাবিগুলো এখনও পূরণ হয়নি। যতদিন পর্যন্ত সাধারণ শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠা হবে না ততদিন পর্যন্ত আমরা আমাদের সংগ্রাম অব্যাহত রাখবো। শহীদ মোস্তফা, ওয়াজিউল্লাহ, বাবুল, সুন্দর আলীর রক্ত বৃথা যেতে দিবো না। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের মাঝে ঋণ বিতরণ
পরবর্তী নিবন্ধপ্রাণী সম্পদের উন্নয়নে কাজ করছে সরকার : ব্যারিস্টার আনিস