আজাদী প্রতিবেদন ম চট্টগ্রামে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে ৬০ হাজার ৪৮৫ জন মৃত ভোটারকে বাদ দেয়া হয়েছে। এরমধ্যে চট্টগ্রামের ১৫ উপজেলায় মৃত ভোটার বাদ পড়েছেন ৫৮ হাজার ৪৬১ জন এবং নগরীর ৪১ ওয়ার্ডে বাদ দেয়া হয়েছে ২ হাজার ২৪ জনকে। জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ভোটার তালিকা হালনাগাদে গত ২০ জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কাজ শুরু হয়েছিল। তথ্য সংগ্রহের কাজ শেষ হয়েছে গত ৩ ফেব্রুয়ারি। যেসব নতুন ভোটারের তথ্য সংগ্রহ করা হয়েছে তাদের এখন ধাপে ধাপে এলাকা ভিত্তিক নিবন্ধন কেন্দ্রে ছবিসহ নিবন্ধন (বায়োমেট্রিক গ্রহণসহ) করা হচ্ছে। নিবন্ধন কার্যক্রম চলবে আগামী ১১ এপ্রিল পর্যন্ত।
চট্টগ্রাম জেলা নির্বাচন অফিস থেকে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহকারীরা নতুন ভোটার তথ্য সংগ্রহের পাশাপাশি ভোটার লিস্ট থেকে ৬০ হাজার ৪৮৫ জন মৃত ভোটার কর্তন করা হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি মৃত ভোটার কর্তন করা হয়েছে বোয়ালখালী উপজেলায়। বোয়ালখালীতে ৮২২৭ জন মৃত ভোটার কর্তন করা হয়েছে। এরপর বাঁশখালীতে ৬৮০৬ জন, আনোয়ারায় ৫১০৩ জন, সীতাকুণ্ডে ৪৪৮৮ জন, ফটিকছড়িতে ৩৮৫৭ জন, পটিয়ায় ৩৬৩৪ জন, হাটহাজারীতে ৩৬২১ জন, মীরসরাইয়ে ৩৫৫৭ জন, কর্ণফুলীতে ১৪২২ জন, চন্দনাইশে ২১৭৩ জন, রাঙ্গুনিয়ায় ৩৬৪২ জন, রাউজানে ২৪০৩ জন, লোহাগাড়ায় ৩৫৬২ জন, সন্দ্বীপে ২৯৪৯ জন ও সাতকানিয়ায় ৩০১৭ জন মৃত ভোটার কর্তন করা হয়েছে।
এদিকে নগরীর পাঁচলাইশ জোনে ৪৯৯ জন, চান্দগাঁওয়ে ৬০৬ জন, কোতোয়ালী জোনে ১৯৮ জন, ডবলমুরিং জোনে ১৩১ জন, পাহাড়তলী জোনে ১০১ জন ও বন্দর জোনে ৪৮৯ জন মৃত ভোটার তালিকা থেকে বাদ পড়েছেন।