৬০ বছর বয়সে দ্বিতীয় বিয়ে করলেন আশিষ বিদ্যার্থী

| শনিবার , ২৭ মে, ২০২৩ at ৬:৪১ পূর্বাহ্ণ

আবারো বিয়ে করলেন জনপ্রিয় অভিনেতা আশিষ বিদ্যার্থী। গত বৃহস্পতিবার কলকাতার এক ক্লাবে ছিমছাম অনুষ্ঠানের মধ্য দিয়ে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। পাত্রী ব্যবসায়ী রুপালি বড়ুয়া। খবর বাংলানিউজের।

তবে সাত পাকে বাঁধা নয়, বরং রুপালি ও আশিষ আইনি বিয়ের মাধ্যমে নতুন জীবন শুরু করলেন। আশিষের এই বিয়েতে হাজির ছিলেন তার বন্ধুবান্ধব ও নিকট আত্মীয়রা। ৬০ বছর বয়সে দ্বিতীয়বার বিয়ে করে আশিষ সংবাদ মাধ্যমকে বলেন, জীবনের এই পর্যায়ে এসে রুপালিকে বিয়ে করাটা এক অদ্ভুত অনুভূতি। আমরা সকালে আইনি বিয়ে করেছি। জানা গেছে, কলকাতায় রুপালির একটি ফ্যাশন হাউজ রয়েছে। তবে তিনি আসামের মেয়ে। রুপালি বলেন, বহু আগে থেকেই আশিষকে চিনি। বন্ধুত্ব থেকেই শুরু। পরে দুজনে বিয়ে করার সিদ্ধান্ত নেই। খুবই ভালো মনের মানুষ আশিষ।

এর আগে বর্ষীয়ান অভিনেত্রী শকুন্তলা বড়ুয়ার কন্যা রাজশী বড়ুয়ার সঙ্গে বিয়ে করেছিলেন অভিনেতা আশিষ। এই সংসারে তাদের একটি সন্তান রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসব ভূমি ও গৃহহীনকে গৃহায়ণের আওতায় আনা হবে
পরবর্তী নিবন্ধজুটি বাঁধলেন রাজ রিপা-জয়