৬০ থেকে ৬৫ শতাংশ পণ্য চট্টগ্রামের বাইরে আনলোড হচ্ছে -আবুল বশর চৌধুরী

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২১ জানুয়ারি, ২০২১ at ১০:১৭ পূর্বাহ্ণ

খাতুনগঞ্জের ভোগ্যপণ্যের আমদানিকারক এবং বিএসএম গ্রুপের কর্ণধার আবুল বশর চৌধুরী বলেন, চট্টগ্রাম বন্দরে বাল্ক ক্যারিয়ারে যেসব পণ্য আসে, তার ৬০ থেকে ৬৫ শতাংশ কিন্তু বহির্নোঙর থেকে চট্টগ্রামের বাইরে চলে যাচ্ছে। আগে এসব পণ্য কিন্তু চট্টগ্রামেই আনলোড হতো। তারপর সেইসব পণ্য সড়কপথে দেশের বিভিন্ন চলে যেত। কিন্তু এখন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ওজন নিয়ন্ত্রণ স্কেলের কারণে আমদানিকারকরা আর এখানে পণ্য আনলোড করছেন না। ফলে যেসব পণ্য চাক্তাই-খাতুনগঞ্জে আসতো, সেগুলো এখন যাচ্ছে নারায়ণগঞ্জের দিকে। কারণ পরিবহন ব্যয়। প্রতি ট্রাকে ১৩ টনের বাধ্যবাধকতার কারণে ব্যবসায়ীরা আর চট্টগ্রামে পণ্য আনলোড করছেন না। এছাড়া এখানে ঘাটগুলোর সক্ষমতারও কিছুটা অভাব আছে। তারপরেও মূল সমস্যা কিন্তু ওজন স্কেলের।

পূর্ববর্তী নিবন্ধবৈষম্যমূলক সিদ্ধান্তে ভুগতে হচ্ছে চট্টগ্রামের ব্যবসায়ীদের -মো. জামাল হোসেন
পরবর্তী নিবন্ধচট্টগ্রামের ব্যবসা বাণিজ্যকে নিয়ন্ত্রণ করা হচ্ছে -মাহাবুবুল আলম