‘ভরসার নতুন জানালা’ এগ্রো–সিএসআর প্রকল্প–২০২৩ নিয়ে কর্ণফুলীতে ৬০ জন কৃষি ডেইরি ও মৎস্য উদ্যোক্তাদের পাশে দাঁড়ালো ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবিএল) কর্ণফুলী শাখা। এ প্রকল্পের আওতায় কৃষি, প্রাণিসম্পদ ও মৎস্য খাতের উদ্যোক্তাদের কারিগরি দক্ষতা উন্নয়নে বিশেষ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার (২০ সেপ্টেম্বর) সকালে কর্ণফুলী মডেল উপজেলা মিলনায়তনে ৬০ উদ্যোক্তাকে নিয়ে বিশেষ এ প্রশিক্ষণ কর্মশালায় অনুষ্ঠিত হয়।
এ প্রশিক্ষণ উপলক্ষে এক আলোচনা সভা ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) কর্ণফুলী শাখার ব্যবস্থাপক ও ফাস্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মো. জসিম উদ্দীন আমজাদীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুনুর রশিদ। বিশেষ অতিথি ও প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. রুমন তালুকদার, পটিয়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে, কর্ণফুলী উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা জিল্লুর রহমান, মিল্ক ভিটার পরিচালক ও ডেইরী আইকন নাজিম উদ্দিন হায়দার, কর্ণফুলী উপজেলা ডেইরী উদ্যোক্তা নেভী হারুন। বক্তব্য রাখেন কৃষি উদ্যোক্তা মোহাম্মদ মহিউদ্দীন রানা, ডেইরী উদ্যোক্তা মনোয়ারা বেগম, মৎস্য উদ্যোক্তা মোহাম্মদ শহিদুল্লাহ, সাংবাদিক শফিউল আজম ও ইউসিবিএল অফিসার রাসিক ইকবাল।
প্রকল্পে উদ্যোক্তাদের জন্য ইউসিবির পক্ষ থেকে বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করা হয়। এর মধ্যে গবাদি পশুর জন্য ১৫ দিন অন্তর ফ্রি চিকিৎসা ক্যাম্প। গরুর টিকা কর্মসূচি (খামারি বা চাষিদের ঘরে গিয়ে), কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ উদ্যোক্তাদের জন্য টেকনিক্যাল স্কিল ট্রেনিং, ফসলি চাষের জন্য উন্নত জাতের বীজ (ধান/সরিষা) পরীক্ষামূলক প্রদান, প্রতিজন উদ্যোক্তার জন্য ২০ কেজি করে জৈব সার প্রদান, কৃষি মৎস্য ও প্রাণিসম্পদ উদ্যোক্তাদের যন্ত্রপাতি সরবরাহ বা কেনার জন্য ইউসিবি ১৫ হাজার টাকা অনুদান প্রদান করবে।
কর্মশালায় কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুনুর রশিদ বলেন, সারাদেশে দুগ্ধ উৎপাদনে এ উপজেলা দ্বিতীয় অবস্থানে রয়েছে। এখানে প্রতিদিন গড়ে ৬০ হাজার লিটার গরুর দুধ উৎপাদন হয়। শত শত একর জমিতে গরুর ঘাসের চাষ হয়। তাছাড়া এ ঘাস চাষের সাথে হাজারো মানুষ ওতপ্রোতভাবে জড়িত রয়েছে। সুতরাং এ শিল্পের প্রসারে নানামুখী উদ্যোগ গ্রহণ করতে হবে। যাতে এ শিল্প আগামীতে চট্টগ্রামসহ সারাদেশের আর্থ–সামাজিক উন্নয়নে ভূমিকা রাখতে পারে। সভাপতির বক্তব্য কর্ণফুলী শাখা ইউসিবিএলর ব্যবস্থাপক মো. জসিম উদ্দিন আমজাদী বলেন, ইউসিবিএল ব্যাংকিং কার্যক্রমের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতামূলক অনেক কর্মসূচি পালন করে। আগামীতে এ ধরনের আরো অনেক প্রকল্প হাতে নিয়েছে ইউসিবি।