নগরীর কালুরঘাট এলাকার থাই ফুড প্রোডাক্টসকে আড়াই লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, অননুমোদিত ও বেনামি কেমিক্যাল ব্যবহার এবং পণ্যের ওজনে কারচুপি করায় এ জরিমানা করা হয়। গতকাল বৃহস্পতিবার নগরীর কালুরঘাটের বাদামতল মোড় এলাকায় পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের উপ–পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্লাহ।
তিনি বলেন, কারখানাটিতে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই, নুডলস, চানাচুর, চায়না গ্রাস তৈরি করা হয়। শ্রমিকরা হাতে ও পায়ে মোজা পরেনি। তারা সাদা গ্যালন ভর্তি এক ধরনের বেনামি কেমিক্যাল ব্যবহার করছিল যার কোনো অনুমোদন নেই। প্রতিষ্ঠানটি বিস্কুটে ওজনে কম দিচ্ছে। বিস্কুটের প্যাকেটের গায়ে লেখা আছে ৬০০ গ্রাম কিন্তু বিস্কুটের ওজন হচ্ছে ৫০০ গ্রাম। বাকি ১০০ গ্রাম কাগজের ওজন। এসব অনিয়ম পেয়ে প্রতিষ্ঠানটিকে আড়াই লাখ টাকা জরিমানা করা হয়েছে।