৬০তম চবি দিবস কাল

দিনব্যাপী নানা কর্মসূচি

| সোমবার , ১৭ নভেম্বর, ২০২৫ at ১০:৫১ পূর্বাহ্ণ

নানা আয়োজনের মধ্য দিয়ে আগামীকাল মঙ্গলবার (১৮ নভেম্বর) পালিত হবে ‘৬০তম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস’। এ উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে। দিনব্যাপী অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে আনন্দ শোভাযাত্রা, কেক কাটা, আলোচনা সভা, স্মৃতিচারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপাচার্যের দায়িত্বপ্রাপ্ত উপউপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট ও সিন্ডিকেট সদস্য এস এম ফজলুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিজ্ঞান অনুষদের ডিন ও ৬০তম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মোহাম্মদ আলআমীন।

এদিন সকাল ১০টায় চবি স্মরণ চত্বরে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ও আনন্দ শোভাযাত্রা শুরু হবে। আনন্দ শোভাযাত্রাটি স্মরণ চত্বরকাটা পাহাড়কেন্দ্রীয় গ্রন্থাগারজারুলতলাকলা ও মানববিদ্যা অনুষদ (পুরাতন) হয়ে প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হবে। সকাল ১০.৩০টায় চবি প্রশাসনিক ভবন সম্মুখে কেক কাটা, বেলা ১১.১৫টা থেকে চবি সমাজবিজ্ঞান অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে আলোচনা সভা ও স্মৃতিচারণ এবং বিকাল ৩টা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কতৃর্পক্ষের উদ্যোগে আয়োজিত বিশ্ববিদ্যালয় দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলকে আমন্ত্রণ জানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধযে মামলা ১৫ বছরেও শেষ হয়নি
পরবর্তী নিবন্ধনির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে: ৮ দল