নগর ছাত্রলীগ নেতা ও সদরঘাটের বাসিন্দা সুদীপ্ত বিশ্বাস হত্যা মামলায় ৬ষ্ঠ বারের মতো চার্জগঠন পিছিয়েছে। গতকাল ২য় অতিরিক্ত মহানগর দায়রা জজ আমিরুল ইসলামের আদালতে এ বিষয়ে শুনানির জন্য দিন ধার্য থাকলেও তা হয়নি। মহানগর পিপি ফখরুদ্দিন চৌধুরী আজাদীকে বিষয়টি নিশ্চিত করে বলেন, আগামী ১৮ জুলাই চার্জগঠন বিষয়ে পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে।
আদালত সূত্র জানায়, ২০১৭ সালের ৬ অক্টোবর সদরঘাট থানাধীন দক্ষিণ নালাপাড়ার নিজ বাসার সামনে সুদীপ্ত বিশ্বাসকে পিটিয়ে খুন করা হয়। এ ঘটনায় তার বাবা মেঘনাথ বিশ্বাস বাদী হয়ে মামলাটি দায়ের করেন। পরবর্তীতে ২০২১ সালের ১ ফেব্রুয়ারি ২৪ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেয় পিবিআই।