নগরীতে ৬০০ পিস ইয়াবাসহ সৈয়দ নুর (৪৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। গতকাল রোববার বেলা সাড়ে ১১টার দিকে কোতোয়ালী মোড়ে সরকার অ্যান্ড ব্রাদার্স নামের মুদির দোকানের সামনে থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তার সৈয়দ নুর কঙবাজার জেলার ঈদগাঁও বাহারছড়া এলাকার মৃত আব্দুস শুক্কুরের ছেলে।
এ বিষয়ে কোতোয়ালী থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) রুবেল হাওলাদার আজাদীকে বলেন, কোতোয়ালী থানা মোড়ে সরকার অ্যান্ড ব্রাদার্স মুদির দোকানের সামনে দাঁড়ানো এক ব্যক্তির গতিবিধি সন্দেহ হলে তাকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে পলিথিনের প্যাকেট মোড়ানো ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, আটক যুবক দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে পাইকারি দামে ইয়াবা সংগ্রহ করে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় বিক্রি করতেন। তার বিরুদ্ধে মাদক আইনে মামলার পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।