৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ডে ফ্রি অক্সিজেন সেবা চালু

| রবিবার , ১৮ জুলাই, ২০২১ at ৭:৩৬ পূর্বাহ্ণ

নগরীর ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ডবাসীর কল্যাণে অসুস্থ করোনা ও সাধারণ রোগীর প্রয়োজনে তাৎক্ষণিক অক্সিজেন সেবা প্রদানের লক্ষ্যে ফারুক-আমিন হেল্প ক্যারিয়ারের উদ্যোগে অক্সিজেন সেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। অক্সিজেন সেবা কার্যক্রমের উদ্বোধনীতে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মন্‌জুন আরা বেগম, সাইফুল ইসলাম সিদ্দিকী, নজরুল ইসলাম সিদ্দিকী, আরমানুল ইসলাম সিদ্দিকী, মোরশেদুল ইসলাম সিদ্দিকী, সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক মুহিতুল ইসলাম সিদ্দিকী আদিল, বাংলাদেশ শিক্ষা ও গবেষণা ফাউন্ডেশনের সেক্রেটারি অধ্যক্ষ এম সোলাইমান কাসেমী, নুরুল আবছার, সংগঠক যুবরাজ দাশ, মো. অহিদ, মো. হাবীব ও মো. সাকিব প্রমুখ। অনুষ্ঠানে মুহিতুল ইসলাম সিদ্দিকী আদিল বলেন, করোনাকাল এখন খুবই ভয়াবহ। নাগরিক জীবনে সবাইকে সাবধান ও সতর্ক থাকতে হবে। অধ্যক্ষ এম সোলাইমান কাসেমী বলেন, যে কোনভাবে সমন্বিত উদ্যোগে সচেতনতা সৃষ্টি করে আমাদেরকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা অব্যাহত রাখতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজুবিলী রোড মার্চেন্টস অ্যাসোর ফ্রি ভ্যাকসিন রেজিস্ট্রেশন
পরবর্তী নিবন্ধশেখ হাসিনার কারাবন্দি দিবসে নগর যুবলীগের দোয়া মাহফিল