৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ড বিএনপির আনন্দ ও গণমিছিল

| শনিবার , ৫ জুলাই, ২০২৫ at ৬:১১ পূর্বাহ্ণ

৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ড বিএনপির আনন্দ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলে নেতৃত্ব দেন প্রধান অতিথি চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য ও চট্টগ্রাম কেন্দ্রীয় কারা পরিদর্শক জাফর আহমদ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন থানা বিএনপির সাবেক সভাপতি জাকির হোসেন সওদাগর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী হারুন সওদাগর ও হাজী নরুন্নবী সওদগার।

এছাড়াও উপস্থিত ছিলেন হাজী আকতার সওদাগর, ইলিয়াছ সেকু, ওয়ার্ড বিএনপির আহবায়ক ও সাবেক কাউন্সিলর হাসান লিটন, ওয়ার্ড বিএনপির সদস্য সচিব মো: ইউসুফ, হাজী নিজামুল ইসলাম, ওমর ফারুক, শাহজাহান, মনজুর, আমিন, রহমান, তৈয়ব, হোসেন, বাহাদুর, দিদার, জাবেদ, জাহেদ, মো: হোসেন, হোসেন ইলিয়াছ, এয়াকুব, ফরিদ, নাছির, আবছার, জয়নাল, মিনার, মনছুর, ফোরকান, রিপন, সাইফু প্রমুখ নেতৃবৃন্দ। বক্তারা বলেন, রক্তাক্ত জুলাই অভ্যুত্থান বাংলাদেশের জনগণের ভোটাধিকার, গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠায় বুকের রক্ত ঢেলে লেখা অঙ্গীকার। জুলাই অভ্যুত্থান না হলে আগামী ২০ বছরেও আওয়ামী ফ্যাসিবাদের পতন ঘটানো সম্ভব হতো না। শুক্রবার (৪ জুলাই) বিকেলে ৪টায় বহদ্দারহাটের বিভিন্ন এলাকায় এ আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। বক্তারা আরো বলেন, জুলাই গণঅভ্যুত্থান আওয়ামী ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে গণজনতার স্পষ্ট নাবলার আত্মাহুতির ইতিহাস। ফ্যাসিবাদ ও তাদের দোসররা এখনও জুলাই গণঅভ্যুত্থানের বদলা নিতে নানা চক্রান্তে লিপ্ত আছে। আমরা ভোট ডাকাতি, দমনপীড়ন, গুমখুন, আয়না ঘরে নির্যাতন, বাকস্বাধীনতার গলা টিপে ধরা, সংবাদমাধ্যমের নিয়ন্ত্রণ, বিচারব্যবস্থার দলীয়করণ আর অর্থ পাচারের ভয়ংকর নীলনকশায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দেখতে চাই। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধগাউছিয়া তৈয়্যবিয়া মাদ্রাসায় মাহফিল
পরবর্তী নিবন্ধপ্রত্যয়ের সাংস্কৃতিক আয়োজন ‘আনন্দলোকে মঙ্গলালোকে