৬নং ওয়ার্ডে অসহায়দের খাদ্য সামগ্রী বিতরণ

| বৃহস্পতিবার , ৮ জুলাই, ২০২১ at ৫:১৩ পূর্বাহ্ণ

বিভিন্ন পেশার অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণের উদ্যোগ গ্রহণ করেছেন সিটি কর্পোরেশনের ৬নং ওয়ার্ড কাউন্সিলর এম আশরাফুল আলম। লকডাউনের বিধি-নিষেধ মানতে ও করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে ঘরবন্দী দুস্থ, নন-এমপিও শিক্ষক-কর্মচারী, রিক্সাচালক, ভ্যানচালক, সিএনজি চালক, ফকির, মিসকিন ও ছিন্নমূল অসহায়দের মাঝে নিয়মিত খাদ্য সামগ্রী বিতরণ করছেন তিনি। লকডাউনের এই কঠিন পরিস্থিতে খাদ্যসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ যুবকল্যাণ মানবাধিকার ফাউন্ডেশনের চেয়ারম্যান এডভোকেট ধৃতিমান আইচ, বাংলাদেশ শিক্ষা ও গবেষণা ফাউন্ডেশনের সেক্রেটারি অধ্যক্ষ এম সোলাইমান কাসেমী, সমাজকর্মী মোহাম্মদ আমির উদ্দিন, সংগঠক মোহাম্মদ সাইফুদ্দিন, ব্যবসায়ী মোহাম্মদ ইলিয়াস বাবুল ও ছাত্রনেতা মোহাম্মদ আব্দুল্লাহ আল আহসান হিমেল প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআবদুল হাই চেয়ারম্যান জসিম উদ্দিন ভাইস চেয়ারম্যান নির্বাচিত
পরবর্তী নিবন্ধনগরে পৃথক দুই ছিনতাই উবার চালকসহ গ্রেপ্তার ৩