হালদা নদীর মোহরা পয়েন্টে অভিযান চালিয়ে ৫ হাজার মিটার কারেন্ট জালসহ বিপুল পরিমাণ জাল জব্দ করা হয়েছে। এ সময় অবৈধভাবে নদীতে জাল ফেলায় জড়িত ৩ জনকে আটক করা হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যার থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত নদীর ২৮ কিলোমিটার এলাকায় এ অভিযান পরিচালিত হয়। আটককৃতরা হলেন, মোহরা এলাকার প্রভাষ দাশ, বোয়ালখালী উপজেলার কদুরখীলের রাজু দাশ ও একই এলাকার অশ্বিনী দাশ। রাউজান উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আলমগীর হোসেন জানান, বিভিন্ন সময় অভিযান পরিচালনা করে জাল জব্দ করা হলেও এক সাথে এতো জাল জব্দ করা যায়নি। হালদাকে মৎস্য শূন্য করতে লোভী শ্রেণির মৎস্যজীবীর তৎপরতা বন্ধ করতে রাতে বড় পরিসরে অভিযান পরিচালনা করায় সফলতা এসেছে।